আজ বিকেলে রেড রোডে অনুষ্ঠিত হল কার্নিভাল। এদিকে আজকে ভারতীয় বায়ুসেনার প্রতিষ্ঠা দিবস। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় খবরের হাইলাইটস জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
শিবসেনার প্রতীক ফ্রিজ, অন্তর্বর্তীকালীন নির্দেশিকা কমিশনের
শিবসেনার প্রতীক ফ্রিজ করে দেওয়ার অন্তবর্তীকালীন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।
হসপিটাল রোড এবং কুইন্স ওয়ে বন্ধ
কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, রেড রোডে কার্নিভালের জন্য হসপিটাল রোড এবং কুইন্স ওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
দ্বিতীয় হুগলি সেতু থেকে এসপ্ল্যানেডগামী ব়্যাম্প বন্ধ
কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় হুগলি সেতু থেকে এসপ্ল্যানেডের দিকে যে র্যাম্প নেমে আসে, সেটা রেড রোডে কার্নিভালের জন্য বন্ধ রাখা হচ্ছে। গাড়ি চলাচল বন্ধ থাকবে।
অয়নকাণ্ডে গ্রেফতার আরও এক
অয়ন মণ্ডল খুনের ঘটনায় বান্ধবীর ভাইয়ের এক বন্ধুকে এবার গ্রেফতার করল পুলিশ। এই খুনের ঘটনায় সে জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। ওড়িশার জাজপুর থেকে অয়নের বান্ধবীর ভাইয়ের এই বন্ধুকে গ্রেফতার করে নিয়ে আসে পুলিশ।
বায়ুসেনায় নেওয়া হবে মহিলা অগ্নিবীর
আগামী বছর থেকে মহিলা অগ্নিবীরদের অন্তর্ভুক্ত করা হবে ভারতীয় বিমান বাহিনীতে, জানালেন বায়ুসেনা প্রধান। এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী বলেন, ‘বায়ুসেনায় অগ্নিপথের মাধ্যমে নিয়োগের বিষয়টি বেশ চ্যালেঞ্জের। তবে ভারতের সম্ভাবনা বোঝার জন্য এটা একটা বড় সুযোগ।’
জল কামান দিয়ে প্রতিমা বিসর্জন টালা প্রত্যয়ের
উত্তর কলকাতার টালা প্রত্যয়ের দুর্গাপুজোয় এবারের নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন হল এক অভিনব পদ্ধতির মধ্য দিয়ে। টালা প্রত্যয় পুজো কমিটি সূত্রে খবর, এই প্রথমবার প্রতিমা বিসর্জন হল পুজো মণ্ডপেই। ৪৩ ফুটের বিশাল প্রতিমা নিরঞ্জন করতে কৃত্রিম জলাশয় তৈরি করা হয়। আর জলকামানের মাধ্যমে প্রতিমা গলিয়ে ফেলা হয় সেই জলাশয়ে।
আজই মিলবে অয়নের ময়নাতদন্তের রিপোর্ট
শনিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর অয়ন মণ্ডলের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে পরিবারের অভিযোগ, বিজয়া দশমীর দিনই খুন করা হয়েছে অয়নকে।
বান্ধবীর মায়ের সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল অয়নের
অয়নের সঙ্গে বান্ধবী এবং বান্ধবীর মা দু’জনেরই প্রেমর সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে।
হরিদেবপুর কাণ্ডে প্রকাশ্যে নয়া তথ্য
হরিদেবপুর কাণ্ডে বান্ধবীর বাবা–মা–ভাই সহ গ্রেফতার করা হয়েছে ৬ জনকে। খুনের পর পণ্যবাহী গাড়ি ভাড়া করে অয়নের দেহ লোপাটের চেষ্টা করা হয়। তাই মগরাহাট থেকে দেহ মিলেছে। রাতেই দেহ ফেলা হয় মগরাহাটে। আটক করা হয়েছে গাড়ির চালককে।
পার্কিংয়ে নিষেধাজ্ঞা বহু রাস্তায়
গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। সেক্ষেত্রে রানি রাসমণি অ্যাভিনিউ ও ধর্মতলার মধ্যে সরকারি জায়গা, চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোডে, ক্যুইন্সওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, হেয়ার স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট এবং আর এন মুখার্জি রোডে গাড়ি পার্কিং করা যাবে না বলে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে।
কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ?
এক্সাইড মোড় থেকে হেস্টিংস মোড়, নিউ রোড, লাভার্স লেন, ডাফরিন রোড, রেড রোড পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শনিবার দুপুর ১২টা থেকে যান চলে চলাচল নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে। জহরলাল
দুপুর ২টো থেকে বন্ধ থাকবে একাধির রাস্তা
শনিবার দুপুর ২টো থেকে বন্ধ থাকবে লাভার্স রোড, কুইন্সওয়ে, পলাশী রোড এবং ধর্মতলা। এছাড়া একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বন্ধ থাকবে রেড রোড
শুক্রবার রাত্রি ১২ টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড। তারপর কিছুক্ষণ খোলা থাকার পর ফের দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকবে।
বন্ধ থাকবে রাস্তা, নিন্ত্রিত যান চলাচল
বিকেলে রেড রোডে অনুষ্ঠিত হতে চলছে কার্নিভাল। দুর্গাপুজোর বর্ণাঢ্য শোভাযাত্রার কারণে শহরের একাধিক রাস্তা বন্ধ থাকবে। এর পাশাপাশি বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা ট্রাফিক পুলিশ। পার্কিংও বন্ধ থাকবে একাধিক রাস্তায়।
ঝাঁসিতে মৃত্য়ু বাঙালি জওয়ানের
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ঝাঁসির কাছে একটি মাঠে ট্যাঙ্কে যুদ্ধের অনুশীলনের সময় ফেটে যায় T-90 ট্যাঙ্কের ব্যারেল। এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর দুই কর্মী নিহত হন। নিহত সেনাকর্মীদের মধ্যে একজন হলেন নদিয়া পলাশিপাড়া থানার হাঁসপুকুরিয়ার বাসিন্দা সুকান্ত মণ্ডল।
সিএনজি, পিএনজি-র দাম বেড়েছে
আজ থেকে দিল্লি-এনসিআরে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-র দাম বেড়েছে। সিএনজির দাম কেজিতে ৩ টাকা বাড়িয়েছে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড। আজ ৮ অক্টোবর সকাল থেকে নতুন দাম কার্যকর হয়েছে। একইসঙ্গে পিএনজির দামও বেড়েছে আজ ১ টাকা করে বেড়েছে।
বন্দে ভারতের ট্র্যাকের দুই পাশে বসবে বেড়া
বৃহস্পতিবার আমদাবাদের কাছে মহিষের সঙ্গে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছিল মুম্বই-গান্ধীনগর রুটের বন্দে ভারত এক্সপ্রেস। আর শুক্রবার কাঞ্জারি এবং আনন্দ স্টেশনের মাঝে গরুর ধাক্কা লাগল বন্দে ভারত ট্রেনে। এই আবহে পশ্চিম রেলের কর্মীরা সেই এলাকার গ্রামে গিয়ে গ্রামবাসীদের অনুরোধ করেন যাতে তারা তাদের গবাদিপশু রেললাইনের পাশে ছেড়ে না দেয়। দুর্ঘটনা এড়াতে রেলপথের দুই পাশে বেড়াও তৈরি করা হবে বলে জানিয়েছে রেল। ২০২৪ সালের মধ্যে এই বেড়া তৈরির কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাংলার অধিকাংশ জেলায় সস্তা পেট্রোল-ডিজেল
আজ বাংলার অধিকাংশ জেলায় দাম কমেছে পেট্রোল, ডিজেলের। আলিপুরদুয়ার, বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদা, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং উত্তর দিনাজপুরে আজ সস্তা হয়েছে পেট্রোল, ডিজেলের দাম। এদিকে দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, কালিম্পং, পূর্ব ও পশ্চিম বর্ধমানে আজ জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে।
মহারাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনা
বাস-ট্রাক সংঘর্ষে এক শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হল মহারাষ্ট্রের নাসিকে। ঘটনায় ৩৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনায় শোকপ্রকাশ করেছেন।