বাংলা নিউজ > ঘরে বাইরে > Daily News Highlights: একবালপুরকাণ্ডে সরব BJP, প্রয়াত মুলায়ম সিং যাদব - সোমবার কী কী ঘটনা ঘটল?
৮২ বছর বয়সে প্রয়াত মুলায়ম সিং যাদব।

Daily News Highlights: একবালপুরকাণ্ডে সরব BJP, প্রয়াত মুলায়ম সিং যাদব - সোমবার কী কী ঘটনা ঘটল?

দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

Daily News Highlights: প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। এদিকে কলকাতার মোমিনপুর, একবালপুরের হিংসার ঘটনায় সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় লাইভ আপডেট এবং ব্রেকিং খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

10 Oct 2022, 04:08:19 PM IST

ইকবালপুরে জারি ১৪৪ ধারা 

আগামী ১২ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে ইকবালপুর থানা এলাকায়। এলাকায় আর যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, সে জন্য বাড়তি বাহিনী মোতায়ন করা হয়েছে সেখানে।

10 Oct 2022, 02:22:00 PM IST

ইউক্রেনের শহরগুলিতে পরপর বিস্ফোরণ

ইউক্রেনের রাজধানী কিয়েভে পর পর বিস্ফোরণ। মিসাইল হামলা ইউক্রেনের অন্যান্য শহরেও। এই বিস্ফোরণের কিয়েভেই কমপক্ষে পাঁচজন মারা গিয়েছে বলে জানা গিয়েছে। আরও অনেকে জখম বলে জানা গিয়েছে।

10 Oct 2022, 01:08:36 PM IST

আটক সুকান্ত মজুমদার

মোমিনপুর যাওয়ার পরে আটক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা বিজেপি নেতাদের লালবাজারের লকআপে নিয়ে গিয়ে পুলিশ। 

10 Oct 2022, 12:00:22 PM IST

চাষ করা নিয়ে বচসা, মৃত ১

মুর্শিদাবাদে জমিতে চাষ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় জখম আরও পাঁচজন। 

10 Oct 2022, 11:43:50 AM IST

শোক প্রকাশ মায়াবতীর

বিএসপি নেত্রী মায়াবতী টুইট করে লেখেন, ‘সমাজবাদী পার্টির প্রবীণ নেতা এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী মুলায়ম সিং যাদবজি-র মৃত্যু অত্যন্ত দুঃখজনক খবর। তাঁর পরিবার এবং সকল শুভাকাঙ্খীদের প্রতি আমার গভীর সমবেদনা। প্রকৃতি যেন তাদের এই দুঃখ সহ্য করার শক্তি দেয়।’

10 Oct 2022, 11:42:48 AM IST

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে মুলায়মের

সোমবার সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে উত্তরপ্রদেশে তিন দিনের শোক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী বলেন, ‘তাঁর শেষকৃত্যের জন্য পূর্ণ রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হবে।’

10 Oct 2022, 10:44:34 AM IST

মুলায়মের প্রয়াণে শোক প্রকাশ মোদীর

মুলায়মের প্রয়াণে শোক জ্ঞাপন করে প্রধানমন্ত্রী মোদী টুইটে লেখেন,‘মুলায়ম সিং যাদবজি উত্তরপ্রদেশ এবং জাতীয় রাজনীতিতে নিজেকে আলাদা করে প্রতিষ্ঠা করেছিলেন। জরুরি অবস্থার সময় তিনি গণতন্ত্রের হয়ে একজন গুরুত্বপূর্ণ সৈনিকের ভূমিকা পালন করেছিলেন। দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি একটি শক্তিশালী ভারত গড়ে তোলার জন্য কাজ করেন। তাঁর সংসদীয় বক্তৃতা ছিল অন্তর্দৃষ্টিপূর্ণ। জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়ার উপর জোর দিতেন তিনি।’

10 Oct 2022, 10:44:34 AM IST

শাহকে চিঠি শুভেন্দুর

আজ সকালে শুভেন্দু টুইট করে জানান যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল লা গণেশনকে চিঠি লিখেছেন এই পরিস্থিতি নিয়ে। ফের একবার তিনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তোলেন।

10 Oct 2022, 10:44:34 AM IST

‘ইকবালপুর পুলিশ স্টেশন দখল’

শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, ‘ইকবালপুর পুলিশ স্টেশন দখল হয়ে গিয়েছে। মমতার পুলিশ থানা ছেড়ে পালিয়েছে। কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্যের মুখ্যসচিব কোনও কাজের না। অনুগ্রহ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে।’

10 Oct 2022, 10:44:34 AM IST

মমতা প্রশাসনকে তোপ সুকান্তর

সুকান্ত মজুমদার গতকাল টুইট করে লেখেন, ‘মোমিনপুর-খিদিরপুরের পরিস্থিতি জানতে পেরে খুবই উদ্বিগ্ন। সেখানকার পরিবারদের সুরক্ষা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাচ্ছি। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনার কখন পদক্ষেপ করবেন এই নিয়ে।’

10 Oct 2022, 10:44:34 AM IST

মোমনপুর-ইকবালপুরের ঘটনায় সরব বিজেপি নেতারা

দক্ষিণ কলকাতার মোমিনপুরে দোকান ও বাইক ভাঙচুরের অভিযোগ ওঠে গতকাল লক্ষ্মীপুজোর দিন। এরপর ইকবালপুর থানায় ভাঙচুরের অভিযোগও ওঠে। এরপরই রাতে এই নিয়ে টুইট করে সরব হন বিজেপি নেতারা। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, তরুণজ্যোতি তিওয়ারিরা টুইট করেন।

বন্ধ করুন