স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আজ সিবিআই জিজ্ঞাসাবাদ করবে। এদিকে আজ ভারতের প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন। অপরদিকে বিলুপ্তির ৭০ বছর পর আজই ফের ভারতের মাটিতে পা রাখল চিতা। দেশ, বিদেশ এবং রাজ্যের যাবতীয় লাইভ খবর এবং ব্রেকিং আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রাজ্যে বিজেপির প্রতিনিধি দল
নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের উপর পুলিশি ‘অত্যাচারের’ বিষয়ে খতিয়ে দেখতে রাজ্যে এসেছে বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি তথা রাজ্যসভার সাংসদ ব্রজলাল, লোকসভা সাংসদ কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোর, প্রাক্তন আইএএস তথা লোকসভা সাংসদ অপরাজিতা সারঙ্গি, সুনীল যখার, রাজ্যসভার সাংসদ সমীর ওরান
টিটাগড়ে ক্লাস চলাকালীন সরকারি স্কুলের ছাদ উড়ল বিস্ফোরণে
টিটাগড়ে ক্লাস চলাকালীন সরকারি স্কুলের ছাদে বিস্ফোরণ। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কী করে স্কুলের ছাদে বোমা এল তা খতিয়ে দেখা হচ্ছে।
অনুব্রতর রাইস মিল সংক্রান্ত নথি চাওয়া হল সুকন্যার কাছে
অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার কাছে ভোলে ব্যোম রাইস মিল সংক্রান্ত নথি চাইল সিবিআই। এই মামলায় অনুব্রত কন্যাকে আবারও তলব করা হতে পারে বলে জানা গিয়েছে।
বাগুইআটি কাণ্ডে দিল্লি থেকে গ্রেফতার আরও এক
বাগুইআটিতে দুই ছাত্রের অপহরণ ও খুনের ঘটনায় দিল্লি থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল সিআইডি। জানা গিয়েছে, ধৃতের নাম কানহাইয়া কুমার।
সিবিআই জেরার মুখে সুকন্যা মণ্ডল
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে এক ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, সম্পত্তি কেনার বিষয়ে একাধিক প্রশ্ন করা হয়েছে সুকন্যা মণ্ডলকে। তাঁর বয়ান খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে।
দার্জিলিঙে পেট্রলের দাম বাড়ল ১.৯৮ টাকা
আলিপুরদুয়ার, কোচবিহার, জার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আজকে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। এর মধ্যে আজ দার্জিলিঙে সর্বোচ্চ ১ টাকা ৯৮ পয়সা দাম বেড়েছে পেট্রলের। দার্জিলিঙে ডিজেলের দাম বেড়েছে ১ টাকা ৫৪ পয়সা। এদিকে আজকে জ্বালানির দাম কমেছে বাঁকুড়া, বীরভূম, হুগলি, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুরে। উত্তর ২২৪ পরগনায় আজ পেট্রলের দাম কমেছে ৪৬ পয়সা। এই জেলায় ডিজেলের দাম কমেছে ৪৩ পয়সা। বিস্তারিত পড়ুন এখানে
৭০ বছর পর ভারতের মাটিতে চিতা
১৯৫২ সালে ভারত থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল চিতা। এর ৭০ বছর পর ফের একবার ভারতের মাটিতে পা রাখল চিতা। নিজের জন্মদিনে প্রধানমন্ত্রী মোদী এই চিতাগুলিকে ছেড়ে দেবেন। কুনো জাতীয় উদ্যানে চিতাগুলিকে রাখার জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। বিস্তারিত পড়ুন এখানে
উইন্ডফল ট্যাক্সে পরিবর্তন
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আবারও জ্বালানির উপর ধার্য উইন্ডফল ট্যাক্সে পরিবর্তন করেছে। শুক্রবার সরকার এক বিজ্ঞপ্তি জারি করে জানায়, অশোধিত জ্বালানি, ডিজেল এবং জেট ফুয়েলের (এটিএফ) উপর উইন্ডফল ট্যাক্সের নতুন হার জারি করা হয়েছে। এই নতুন বিজ্ঞপ্তিতে কতকটা স্বস্তি পেতে পারে রিফাইনারি কোম্পানিগুলো। এই সিদ্ধান্ত রিলায়েন্স এবং ওএনজিসির মতো সংস্থাগুলিকে প্রভাবিত করবে। বিস্তারিত পড়ুন এখানে
রাতে চোখে ঘুম নেই পার্থর
নিজাম প্যালেসের ১৪ তলায় সিবিআইয়ের গেস্ট রুমে রাখা হয়েছে পার্থ এবং কল্যাণময়কে। পাশাপাশি দুটি ঘরে পার্থ–কল্যাণময়। সূত্রের খবর, রাতে ঘুমতে পারেননি পার্থ। পাশের ঘরে কল্যাণময় থাকলেও সেখানে যাওয়ার উপায় নেই। কারণ কড়া প্রহরা। কল্যাণময়ের ঘুম হয়েছে ঠিকঠাক। তবে তিনি পার্থের কাছে আসতে পারেননি। শনিবার ভোরবেলায় ঘুম আসে পার্থের। তাই ঘুম ভাঙতেও দেরি হয়েছে।
হাওড়া-বর্ধমান মেন ও কর্ড লাইনে বাতিল বহু লোকাল
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রসুলপুর এবং শক্তিগড়ের মধ্যে বিপরীতমুখী লাইন ব্যবহার না করা যাওয়ায় এবং নন-ইন্টারলকিং সংক্রান্ত কাজের পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শনিবার (১৭ সেপ্টেম্বর) এবং রবিবার (১৮ সেপ্টেম্বর) একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। সেইসঙ্গে কোন কোন ট্রেন মেমারি এবং মসাগ্রাম পর্যন্ত যাবে। পুরো তালিকা দেখুন এখানে
মোদীকে শুভেচ্ছা শাহের
মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অমিত শাহ টুইট করে লেখেন, ‘দেশের সবচেয়ে প্রিয় নেতা তথা আমাদের অনুপ্রেরণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিবসে শুভকামনা। ঈশ্বর তাঁকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দিন। মোদীজির চিন্তাধারা - 'আমার ভারত প্রথম'। গরিবদের কল্যাণের সংকল্পের জন্য অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন।’
মোদীকে শুভেচ্ছা রাজনাথের
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মোদীকে শুভেচ্ছা জানিয়ে টুইটে লেখেন, ‘আজ প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিবসে সারা দেশে বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মানবতার সেবা এবং রক্ষায় রক্তদান খুবই গুরুত্বপূর্ণ। আজ রক্তদান অমৃত মহোৎসব শুরু হচ্ছে।’
মোদীকে জন্মদিনের শুভেচ্ছা রাষ্ট্রপতির
প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু টুইট করে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনি অতুলনীয় পরিশ্রম, কর্তব্যনিষ্ঠার সঙ্গে রাষ্ট্রনির্মাণের অভিযান চালাচ্ছেন। দেশ আপনার নেতৃত্বে এগিয়ে চলেছে। আমি কামনা করি, ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য দিন। আপনি দীর্ঘায়ু হোন।’
এসিপিকে মারার ঘটনায় মূল অভিযুক্ত পুলিশের জালে
শুভেন্দু অধিকারীর খাসতালুক থেকে গ্রেফতার পুলিশের উপর হামলাকারী মূল অভিযুক্ত। গত ১৩ সেপ্চেম্বর নবান্ন অভিযানের দিন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে মারার ঘটনায় কাঁথি থেকে গ্রেফতার দমদম এলাকার বাসিন্দা সেই যুবক।
পার্থ-কল্যাণময়কে জেরা করবে CBI
স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আজ সিবিআই জিজ্ঞাসাবাদ করবে।