হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী গতকাল মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানে বাংলাদেশ উপকূলে। ঘূর্ণিঝড় স্থালভাগে প্রবেশ করতেই তাণ্ডব শুরু হয়। এর জেরে বাংলাদেশে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩০ জন। এদিকে আজই ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ১০ ডাউনিং স্ট্রিটে পা রাখলেন ঋষি সুনক। দেশ, বিদেশ এবং রাজ্যের যাবতীয় লাইভ খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
উত্তর-পূর্বের চার রাজ্যে জারি লাল সতর্কতা
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জেরে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা, অসম, মিজোরাম, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। এর জেরে জারি করা হয়েছে লাল সতর্কতা।
ঋষিকে অভিনন্দন শ্বশুর নারায়ণ মূর্তির
জামাই ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হচ্ছেন। সেই বিষয়ে নারায়ণ মূর্তি বলেন, ‘ঋষিকে অভিনন্দন। আমরা তাঁকে নিয়ে গর্বিত এবং তাঁর সাফল্য কামনা করি। আমরা আত্মবিশ্বাসী তিনি ব্রিটেনের জনগণের জন্য তাঁর যথাসাধ্য ক্ষমতা অনুযায়ী কাজ করবেন।’
৬৩ টি বিমান বাতিল বাংলাদেশে
সিত্রাংয়ের কারণে বাংলাদেশে মোট ৬৩ টি বিমান বাতিল করা হয়েছে। গাছ পড়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আড়াই ঘণ্টা বন্ধ।
ঋষির বার্তা
ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর দেশবাসীর উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ঋষি সুনক ‘স্থিতিশীলতা এবং ঐক্যের’ বার্তা দিলেন। ঋষি সুনক বলেন, ‘আমাদের এখন স্থিতিশীলতা এবং ঐক্য দরকার। আমি আমাদের দল এবং আমাদের দেশকে একত্রিত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, সেগুলি কাটিয়ে উঠতে হবে যাতে আমাদের সন্তান এবং নাতি-নাতনিদের জন্য একটি ভালো ভবিষ্যত তৈরি করা যায়। আমি অঙ্গীকার করছি যে আমি সততা এবং বিনম্রতার সঙ্গে আপনাদের সেবা করব এবং আমি ব্রিটিশ জনগণের জন্য দিনরাত কাজ করব।’
দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে সিত্রাং
মঙ্গলবার ভোরে ভারতের মৌসম ভবনের তরফে টুইটে জানানো হয়েছে, ‘গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। রাত ২:৩০ টে নাগাদ ঢাকার ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে ও আগরতলা থেকে ৬০ কিলোমিটার থেকে উত্তর-পূর্বে অবস্থান করছে সিত্রাং। পরবর্তী ৩ ঘণ্টায় তা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে এবং তারপর পরবর্তী ৬ ঘণ্টায় আরও দুর্বল হবে।’
বাংলাদেশে একাধিক জায়গায় বন্ধ স্কুল, কলেজ
ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে
মৎস্যজীবীদের সমুদ্র যেতে আজও নিষেধ করা হয়েছে। পর্যটকদের সমুদ্র সৈকতে নামতে বারণ করা হয়েছে। সুন্দরবনের ফেরি সার্ভিস বন্ধ রাখতে বলা হয়েছে।
বেলায় হাওয়ার গতিবেগ কমবে
কলকাতা, হাওড়া ও হুগলিতে মঙ্গলবার ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া বইবে ৷ পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া বইবে। এই হাওয়ার গতি বেলার দিকে কমে যাবে।
কোথায় ঝোড়ো হাওয়া বইবে?
মঙ্গলবার সকাল পর্যন্ত দুই ২৪ পরগনায় কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদ এবং নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা এবং উকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়ার উন্নতি হবে আজ
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল থেকেই আবহাওয়ার উন্নতি হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলির হাতেগোনা কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
সুন্দরবনে সিত্রাংয়ের প্রভাব
সুন্দরবন সংলগ্ন অঞ্চল, ঘোড়ামারা দ্বীপ, হিঙ্গলগঞ্জ ও বকখালিতে সিত্রাংয়ের যথেষ্ট প্রভাব পড়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলের দু'এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়। কলকাতা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টি হয়।
প্রভাবি ত চট্টগ্রাম বরিশাল
সিত্রাংয়ের জেরে বাংলাদেশের চট্টগ্রাম ও বরিশালে ঝোড়ো বাতাস বয়ে যায় এবং ভারী বৃষ্টিপাত হয়। এই ঝড়ের দাপটে একাধিক এলাকায় দেওয়াল ও গাছ ভেঙে পড়ে এই সব কারণেই মৃত্যু হয় অনেকের।
বাংলাদেশে মৃত্যু ৯ জনের
সিত্রাংয়ের জেরে এখনও পর্যন্ত ৯ জন মারা গিয়েছেন বাংলাদেশে। কুমিল্লায় ৩ জন, ভোলায় ২ জন, নড়াইলে ১ জন, বরগুনায় ১ জন এবং সিরাজগঞ্জে মৃত্যু হয়েছে ২ জনের।
বাংলাদেশে দুর্যোগ
গতরাতে বাংলাদেশের তিনকোণা দ্বীপ এবং সন্দ্বীপের মাঝামাঝা জায়গায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় সিত্রাং। এর জেরে বাংলাদেশ উপকূলে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।