আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়া দশমীর দিন মালবাজারের হড়পা বানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। এদিকে কংগ্রেস সভাপতি পদের জন্য নির্বাচন হতে চলেছে আজ। দেশ, বিদেশ এবং রাজ্যের যাবতীয় খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
সিবিআই সদর দফতরের বাইরে আটক AAP সাংসদ
আইন লঙ্ঘনের অভিযোগে সোমবার আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে সিবিআই সদর দফতরের বাইরে আটক করেছে দিল্লি পুলিশ।
কিষাণ সম্মান নিধি যোজনার ১২ তম কিস্তির টাকা পাঠালেন প্রধানমন্ত্রী
সোমবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১২ তম কিস্তির টাকা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নয়া দিল্লিতে দু’দিনের পিএম-কিষাণ সম্মেলন ২০২২ এর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। সেই মঞ্চ থেকেই পিএম কিষাণ যোজনার টাকা পাঠান মোদী।
'সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে', বললেন মমতা
উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে দমদম বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সৌরভ দেশের গর্ব, কোন উদ্দেশ্যে সৌরভকে বাদ দেওয়া হল বিসিসিআই থেকে? অমিত শাহর ছেলে বোর্ডে রয়ে গেলেন, সৌরভকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে।’ মমতা আরও বলেন, ‘আমি প্রধআনমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে সৌরভকে আইসিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়।’
‘অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম’, বললেন সনিয়া
কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী সোমবার তাঁর উত্তরাধিকারী নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও তাঁর মা সনিয়া গান্ধীর সঙ্গে গিয়ে ভোট দেন। নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের সনিয়া গান্ধী বলেন যে তিনি দীর্ঘদিন ধরে এটার জন্য অপেক্ষা করছেন।
খাড়গের সঙ্গে ফোনালাপ শশীর
দলের সিনিয়র নেতা এবং কংগ্রেসের সভাপতি নির্বাচনের প্রার্থী শশী থারুর সোমবার জানান যে তিনি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কথা বলেছেন সকালে। থারুর টুইট করে লেখেন, ‘আজ সকালে মল্লিকার্জুন খাড়গের সঙ্গে কথা বলেছি। তাঁকে শুভকামনা জানাতে এবং তাঁর প্রতি আমার শ্রদ্ধা জানাতে ফোন করি আমি।’
পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাঠাবেন মোদী
প্রধানমন্ত্রী মোদী আজ দিল্লিতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান সম্মেলন উদ্বোধন করবেন। সেই অনুষ্ঠান থেকে তিনি ৬০০ পিএম কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের উদ্বোধন করবেন। তাছাড়া প্রধানমন্ত্রী আজ ১৬ হাজার কোটি টাকা মূল্যের পিএম কিষাণ সম্মান নিধি তহবিলও কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন। এর পাশাপাশি ‘ওয়ান নেশন ওয়ান ফার্টিলাইজার’ এবং অ্যাগ্রি স্টার্টআপ কনক্লেভ ও প্রদর্শনী চালু করবেন মোদী।
মণীশের সিবিআই হাজিরা
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে আজ সিবিআই সদর দফতরে হাজিরা দিতে হবে। দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে আম আদমি পার্টি।
মানিক মামলার সুপ্রিম শুনানি
ইডির গ্রেফতারির বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে।
শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক আজ
আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক রয়েছে দুপুর নাগাদ। সাংবাদিক বৈঠকে তিনি আজ কী বলেন সে দিকে নজর থাকবে বাংলার রাজনৈতিক মহলের।
কংগ্রেস সভাপতি পদে নির্বাচন আজ
দুই দশকেরও বেশি সময় পরে ফের একবার কংগ্রেস সভাপতি পদের জন্য নির্বাচন হতে চলেছে আজ। মল্লিকার্জুন খাড়গের মুখোমুখি শশী থারুর। তাদের ভাগ্য নির্ধারণ করবেন ৯,৮৫০ জন প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধিরা।
আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজয়া দশমীর দিন মালবাজারের হড়পা বানে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। আজ বিকেলে বিমানে হাসিমারা পৌঁছে হেলিকপ্টারে মালবাজারে পৌঁছে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল আদর্শ বিদ্যালয়ে প্রশাসনিক সভা রয়েছে তাঁর। এরপর আগামী ১৯ অক্টোবর শিলিগুড়ির কাওয়াখালিতে যাবেন মমতা। সেখানে বিজয়া সম্মিলনীতে অংশ নেওয়ার কথা তাঁর।