এসএফআই-ডিওয়াইএফআইয়ের ‘ইনসাফ সভা’ কর্মসূচি রয়েছে আজ দুপুর নাগাদ। এক মাস আগে কর্মসূচি ঘোষণা করেও অবশ্য অনুমতি মেলেনি এই সভার। এই আবহে আজকে এই সভার দিকে নজর থাকবে গোটা বাংলার। এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষ যাত্রায় অংশ নেওয়ার পর লন্ডন ছাড়লেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
আর কিছুক্ষণেই শুরু বামেদের ইনসাফ সভা
প্রচুর মানুষের ভিড় জমতে শুরু করল ধর্মতলার ওয়াই চ্যানেলে। আর কিছুক্ষণেই শুরু হতে চলা ইনসাফ সভায় যোগ দিতে ধর্মতলায় পৌঁছনর কথা তিনটি বড় মিছিলের। একটি মিছিল শুরু হয়েছে শিয়ালদা থেকে দ্বিতীয়টি হাওড়া স্টেশন থেকে এবং তৃতীয়টি পার্কস্ট্রিট থেকে।
চারমূর্তিকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে সিবিআই
এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে সুবীরেশ ভট্টাচার্য, পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা ভাবছে সিবিআই।
এনামুলের তিন ভাগ্নের সম্পত্তির ফরেন্সিক অডিট CID-র
এনামুল হকের তিন ভাগ্নের বিপুল পরিমাণ সম্পত্তির সঠিক হিসাব পেতে এবং তার উৎস খুঁজে বের করতে ফরেন্সিক অডিটের সাহায্য নেবে সিআইডি।
প্রধান বক্তা মহম্মদ সেলিম
আজকে বামেদের সভায় প্রধান বক্তা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়াও, বক্তব্য রাখবেন মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান ও ধ্রুবজ্যোতি সাহারা।
তিন দিক দিয়ে তিনটি বড় মিছিল
তিনটি বড় মিছিল ধর্মতলার ইনসাফ সভায় এসে পৌঁছনর কথা বেলা একটার সময়। একটি মিছিল হবে শিয়ালদা থেকে দ্বিতীয়টি হাওড়া স্টেশন থেকে এবং তৃতীয়টি পার্কস্ট্রিট থেকে।
'ধর্মতলা চলো'
এসএফআই-ডিওয়াইএফআইয়ের ‘ইনসাফ সভা’ কর্মসূচি রয়েছে আজ দুপুর নাগাদ। এক মাস আগে কর্মসূচি ঘোষণা করেও অবশ্য অনুমতি মেলেনি এই সভার।
ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক সুন্দর পিচাইয়ের
গুগলের সিইও সুন্দর পিচাই মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় দূত তরনজিৎ সিং সান্ধুর সঙ্গে সাক্ষাৎ করলেন। ভারতে গুগলের কার্যক্রমের বিষয়ে আলোচনা করেন দু'জনে।
গত ২৪ ঘণ্টায় ৪,০৪৩ জন করোনা সংক্রমিত
গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে ৪,০৪৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪৭ হাজারের উপরে।
গুজরাট সফরে কেজরি
আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার গুজরাটে দিনব্যাপী সফরে যাবেন। বরোদায় একটি টাউন হল সভায় ভাষণ দেবেন তিনি।
কোভিড বিধি শিথিল করতে চায় হংকং
কোভিড বিধি শিথিল করতে চায় হংকং। বিগত প্রায় তিন বছর ধরে এই বিধিনিষেধের জন্য শহরে আসা বা শহর ছাড়ার বিষয়টি কঠিন হয়ে উঠেছে। এই আবহে বিধিনিষেধ শিথিলের কথা বললেন হংকংয়ের প্রধান নির্বাহী জন লি।
লন্ডন ছাড়লেন রাষ্ট্রপতি
রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার পর লন্ডন ত্যাগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
আট IIT-র ডিরেক্টর নিয়োগ
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানাল, পালাক্কড়, তিরুপতি, ধারওয়াড়, ভিলাই, গান্ধীনগর, ভুবনেশ্বর, গোয়া ও জম্মু সহ ৮টি আইআইটি-র পরিচালক নিয়োগের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
রাজনৈতিক দলকে দান নিয়ে সুপারিশ EC-র
নাম প্রকাশে অনিচ্ছুক কোনও ব্যক্তি যেন রাজনৈতিক দলকে ২০০০ টাকার বেশি নগদে দান না করতে পারেন। কালো টাকার প্রবাহ রুখতে এমনই সুপারিশ করল জাতীয় নির্বাচন কমিশন।