ভারত সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে টুইটার
সরকারের দ্বারা নির্দেশিত কিছু বিষয়বস্তু অপসারণের আদেশ বাতিল করতে চাইছে টুইটার। টুইটার এই টেকডাউন আদেশগুলির ক্ষেত্রে কিছু বিচারিক পর্যালোচনা করার চেষ্টা করছে।
স্পাইসজেটের বিমানের জরুরি অবতরণ করাচিতে
দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের ফ্লাইটে বিপত্তি। বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে বিমানটি।
ভিভোর বিরুদ্ধে ইডির অভিযান
শীর্ষ চিনা মোবাইল নির্মাতা ভিভো এবং এর সাথে সম্পর্কিত সংস্থাগুলির বিরুদ্ধে সারা দেশে মোট ৪৪টি স্থানে অভিযান চালাচ্ছে ইডি।
কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। মঙ্গলবার সকাল ৫.৫৭ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। এর আগে গতকালও ভূমিকম্প অনুভূত হয়েছিল আন্দামান ও নিকোবরে।
জেডিইউ-তে ভাঙন
কেন্দ্রীয় মন্ত্রী আরসিপি সিং শীঘ্রই জনতা দল ইউনাইটেড ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। এর আগে জেডিইউ-র তরফে তাঁকে রাজ্যসভার টিকিট দেওয়া হয়নি। যারপর থেকেই জল্পনা তৈরি হচ্ছিল তাঁর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে। কানাঘুষো শোনা গিয়েছে, বিজেপির সঙ্গে সখ্যতার কারণেই আরসিপিকে এবার টিকিট দেননি নীতীশ কুমার।
ভারী বৃষ্টিতে ভাসল মুম্বই
মঙ্গলবার মুম্বই এবং মহারাষ্ট্রের অন্যান্য অংশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারী বৃষ্টির কারণে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে ও জলমগ্ন সড়ক যানজট বেড়েছে। মহারাষ্ট্রের ছয় জেলায় সরতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পরিস্থিতির দিকে নদর রেখে চলেছেন। তিনি প্রশাসনকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
স্থগিত অমরনাথ যাত্রা
খারাব আবহাওয়ার কারণে আপাতত স্থগিত অমরনাথ যাত্রা। মঙ্গলবার সকালে প্রায় তিন হাজার তীর্থযাত্রীকে পাহালগামের নুনওয়ান বেস ক্যাম্পে থামানো হয়েছে বলে জানা যায়।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ১৩ হাজার
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৬ জন৷ দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৮৬৪৷ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৯ জন৷
ঊর্ধ্বমুখী সেনসেক্স
সেনসেক্স ২৮০ পয়েন্ট বেড়ে ৫৩ হাজারের গণ্ডি পার করে এদিন সকালেই।এদিকে নিফটি ৯৩ পয়েন্ট বেড়ে ১৫,৯২৮ পয়েন্টে পৌঁছায় ওপেনিং বেলে।
করোনাভাইরাসের নয়া রূপের হানা পশ্চিমবঙ্গ সহ ১০ রাজ্যে
ইজরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারে সেন্ট্রাল ভাইরোলজি ল্যাবরেটরিতে কর্মরত শে ফ্লেইশন দাবি করলেন, পশ্চিমবঙ্গ-সহ দেশের ১০টি রাজ্যে করোনাভাইরাসের নয়া রূপ বিএ.২.৭৫ ধরা পড়েছে। করোনার এই নয়া রূপে পশ্চিমবঙ্গে সংক্রমিত ১৩। মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২৭ জন।
১৪ বিধায়কের বিরুদ্ধে নোটিশ একনাথদের, ছাড় আদিত্যকে
সোমবার রাতেই উদ্ধব শিবিরের ১৪ জন বিধায়কের বিরুদ্ধে হুইপ ভঙ্গের অভিযোগ আনলেন শিবসেনার নতুন চিফ হুইপ ভারত ভোগাবলে। তবে আদিত্য ঠাকুরের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়নি। জানানো হয়েছে, বালাসাহেব ঠাকরের প্রতি সম্মান জানাতেই আদিত্যর বিরুদ্ধে হুইপ ভঙ্গের নোটিশ আনা হয়নি।
হাফিজুলকে জিজ্ঞাসাবাদে মনস্তত্ত্ববিদ
মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ার অভিযোগে ধৃত হাফিজুলকে জিজ্ঞাসাবাদ করার জন্য মনস্তত্ত্ববিদদের সাহায্য নিচ্ছেন লালবাজারের গোয়েন্দারা।