বাংলা নিউজ > ঘরে বাইরে > NExT: আর হয়তো NEET-PG হবে না, এবার মেডিক্যালের পড়ুয়াদের জন্য…

NExT: আর হয়তো NEET-PG হবে না, এবার মেডিক্যালের পড়ুয়াদের জন্য…

এমবিবিএস পড়ুয়াদের ফাইনাল ইয়ারে এবার কি নেক্সট হবে?  (HT_PRINT)

সব দিক থেকে ছাড়পত্র মিললে আর হয়তো নিট পিজি পরীক্ষা দিতে হবে না মেডিক্যাল পড়ুয়াদের। এবার তাঁদের জন্য বরাদ্দ হতে পারে নেক্সট।

২০২৩ সালের ডিসেম্বরে পোস্টগ্র্য়াজুয়েট মেডিক্যাল ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য এবার থেকে অন্য পরীক্ষা দিতে হতে পারে। ন্যাশানাল এক্সিট টেস্ট(NExT) শুরু করার ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে তাদের ইচ্ছা প্রকাশ করল ন্য়াশানাল মেডিক্যাল কমিশন। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর।

বাস্তবে যদি এটা হয় তবে ২০২৩ সালের এপ্রিল-মে মাসে যে নিট পিজি পরীক্ষা হবে সেটাই হবে শেষ পরীক্ষা। এরপর থেকে National Exit test -এ বসতে হবে মেডিক্যাল পড়ুয়াদের। এমনটাই সূত্রের খবর। এমবিবিএস পড়ুয়াদের ফাইনাল ইয়ারে যে Rank থাকবে সেটাই পিজি কোর্সে ভর্তির মাপকাঠি হিসাবে ধরা হবে।

এই NexT ব্য়াপারটি কী?

এটা আসলে ফাইনাল ইয়ারের এমবিবিএস পরীক্ষা। চিকিৎসক হিসাবে নামার ছাড়পত্র পাওয়ার আগের নির্ণায়ক পরীক্ষা। বিদেশের মেডিক্যাল কলেজে পাশ করার পরে যারা ভারতে প্র্যাকটিশ করতে চাইছেন তাদের জন্যও এই পরীক্ষা। এনএমসি অ্যাক্ট অনুসারে এটি কার্যকরী হবে।

আইন অনুসারে কমিশন একটি কমন ফাইনাল ইয়ার আন্ডারগ্র্য়াজুয়েট মেডিক্যাল পরীক্ষার আয়োজন করবে। ওয়াকিবহাল মহলের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, এইমস দিল্লি সম্ভবত এই পরীক্ষা নিজেরাই নিতে পারে বলে খবর। তবে এব্য়াপারে এখনওে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি।

এই পরীক্ষা হলে আদতে তার প্রভাব কী পড়বে?

যদি নেক্সট পরীক্ষাটি আগামী ২০২৩ সালের ডিসেম্বর মাসে হয় তবে ২০১৯-২০ ব্যাচের মেডিক্যাল পড়ুয়ারা পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তির জন্য এই পরীক্ষাতেই বসবেন।

 

বন্ধ করুন