এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের বিরুদ্ধে তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণের নেতৃত্বাধীন একটি এনজিও।
ক্যাম্পেইন ফর জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রিফর্মসের (সিজেআর) তরফে প্রশান্ত ভূষণ দাবি করেছেন, বিচারপতি শেখর কুমার যাদব তাঁর ভাষণে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) সমর্থন করেছিলেন, তিনি ‘সাংবিধানিক নিরপেক্ষতা বজায় রাখার শপথ ভঙ্গ করেছেন’।
চিঠিতে বলা হয়েছে, 'বিচারপতি যাদব মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ক্ষমার অযোগ্য এবং বিবেকবর্জিত অপবাদ ব্যবহার করেছেন, যা এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতির হাইকোর্টের অফিস এবং সামগ্রিকভাবে বিচার বিভাগের জন্য লজ্জা ও অসম্মান করেছেন, পাশাপাশি আইনের শাসনকে ক্ষুন্ন করেছেন।
‘বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া প্রয়োজন,’ এবং হাইকোর্টের বিচারপতির উপর অর্পিত বিচার সংক্রান্ত কাজ অবিলম্বে স্থগিত করার এবং তার বিরুদ্ধে তদন্তের জন্য একটি সময়সীমা ঠিক করে দিয়ে, অভ্যন্তরীণ কমিটি গঠনের জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, এই ভাষণ বিচার বিভাগের 'স্বাধীনতা ও নিরপেক্ষতা' সম্পর্কে 'সাধারণ নাগরিকদের মনে সন্দেহ' সৃষ্টি করেছে।
এনজিওটি বিচার বিভাগকে একটি 'কাউন্টার-মেজরিটারিয়ান প্রতিষ্ঠান' হিসাবে থাকার এবং তার কার্যক্রমে 'ন্যায্যতা ও সমতা' বজায় রাখার আবেদনও করেছিল।
চিঠিতে বলা হয়েছে, বিচারপতি যাদবের মন্তব্য নিরপেক্ষতার সঙ্গে তাঁর বিচার সংক্রান্ত দায়িত্ব পালনের যোগ্যতা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছে।
সোমবার সিপিএমের নেতা বৃন্দা কারাটও প্রধান বিচারপতিকে চিঠি লিখে জানান, 'ন্যায়বিচারের আদালতে এই ধরনের ব্যক্তিদের কোনও জায়গা থাকা উচিত নয়'।
(পিটিআই ইনপুট সহ)