পুলওয়ামা হামলাকাণ্ডে বাবা-মেয়েকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। গোয়েন্দা সংস্থা জানিয়েছে, তারা আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ, শাকির সাগ্রে ও জইশ-ই-মহম্মদের কম্যান্ডারদের আশ্রয় দিয়েছিল।
আরও পড়ুন : NIA-এর জালে পুলওয়ামাকাণ্ডে আত্মঘাতী জঙ্গির আশ্রয়দাতা, জেরায় অপরাধ কবুল
এনআইএ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম তারিক আহমেদ শাহ (৫০) ও তাঁর মেয়ের নাম ইনশা জান (২৩)। তারা পুলওয়ামার বাসিন্দা। তারিক তদন্তকারীদের জানিয়েছে, তার বাড়িতে বসেই হামলার ছক কষেছিল জঙ্গিরা। হামলার পরে আদিলের যে ভিডিয়োটি প্রকাশ করেছিল জইশ, সেটিও তারিকের বাড়িতে তোলা হয়েছিল।
আরও পড়ুন : 'আমরা ভুলিনি, ক্ষমা করিনি', পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য CRPF-এর
গত সপ্তাহে শাকিরকে গ্রেফতার করেছিল এনআইএ। সে আদিলকে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাকে লজিস্টিক সহায়তা প্রদান করেছিল। নাম গোপন রাখার শর্তে একট উচ্চপদস্থ এনআইএ আধিকারিক জানান, হামলার দিন অর্থা- গত বছর ১৪ ফেব্রুয়ারি সাগ্রে গাড়ি চালিয়ে হামলাস্থলের কাছে গিয়েছিল। হামলাস্থলের মাত্র ৫০০ মিটার দূরে সে গাড়ি থেকে নেমে গিয়েছিল। ওই আধিকারিক বলেন, 'এর থেকেই বোঝা যায় সাগ্রে হামলার পরিকল্পনা ও কার্যকর করার সঙ্গে কীভাবে জড়িয়েছিল।'
আরও পড়ুন : পুলওয়ামা হানা থেকে সবচেয়ে লাভবান হল কে, বর্ষপূর্তিতে বিতর্ক উস্কে দিলেন রাহুল
তিনি আরও জানিয়েছেন, বোমা তৈরির জন্য একটি অনলাইন সংস্থা থেকে গ্লাভস, ব্যাটারি ও অ্যামোনিয়াম অর্ডার দিয়েছিল জঙ্গিরা।গত শুক্রবারই এনআইএ দাবি করে, ফরেন্সিক পরীক্ষা থেকে জানা গিয়েছে, বিস্ফোরক হিসেবে অ্যামোনিয়ান নাইট্রেট, গ্লিসারিন ও আরডিএক্স ব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন :লস্কর ও জইশের প্রতি সহানুভূতিশীল রাহুল- পুলওয়ামা নিয়ে প্রশ্ন করায় তোপ বিজেপির :