বাংলা নিউজ > ঘরে বাইরে > নিশানায় নৌঘাঁটি থেকে লোন উলফ হামলা - পরিযায়ী শ্রমিক হিসেবে কেরালায় বাস ৩ আল কায়দা জঙ্গির

নিশানায় নৌঘাঁটি থেকে লোন উলফ হামলা - পরিযায়ী শ্রমিক হিসেবে কেরালায় বাস ৩ আল কায়দা জঙ্গির

কেরালায় ধৃত তিন আল কায়দা জঙ্গি (ছবি সৌজন্য টুইটার @NIA_India)

কেরালায় ধৃত তিনজনই পশ্চিমবঙ্গের বাসিন্দা।

পরিযায়ী শ্রমিকদের এলাকায় থাকত। যাবতীয় নথিও দিয়েছিল। কিন্তু কেউ ঘুণাক্ষরেও টের পাননি যে তিনজন আদতে আল-কায়দা জঙ্গি। আর তলে তলে চালাচ্ছিল লোন উলফ হামলার পরিকল্পনা। নিশানায় ছিল সাউথ নাভাল কমান্ড এবং কোচিং শিপইয়ার্ডের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা।

আরও পড়ুন : বাংলা ও কেরালায় ফাঁস আল কায়দা মডিউল, NIA-এর জালে ৯ জঙ্গি

শনিবার ভোররাত-সকালে কোচির পরিযায়ী শ্রমিকদের ছাউনি থেকে ওই তিন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। তাদের নাম মোশারাফ হোসেন, ইয়াকুব বিশ্বাস এবং মুরশিদ হাসান। ডেরা থেকে উদ্ধার করা হয়েছে ল্যাপটপ, সন্ত্রাসবাদী কার্যকলাপের পুস্তিকা, বোমা তৈরির সরঞ্জাম। ধৃত তিনজনই আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং পরিযায়ী শ্রমিক হিসেবে কোচিতে থাকছিল। একই সময়ের অভিযানে মুর্শিদাবাদ থেকে এনআইয়ের জালে ধরা পড়েছে ছয় জঙ্গি।

গোয়েন্দারা জানিয়েছেন, দিল্লি, মুম্বই, কোচির মতো গুরুত্বপূর্ণ শহরে ধারাবাহিক হামলা, বোমা বিস্ফোরণ এবং লোন উলফ হামলার পরিকল্পনা করছিল তারা। একইসঙ্গে সাউথ নাভাল কমান্ড এবং কোচিং শিপইয়ার্ডের মতো নৌঘাঁটিও জঙ্গিদের নিশানায় ছিল। নজরদারি এড়াতে তিনজনে আলাদা থাকত। তবে প্রত্যেকের মধ্যেই যোগাযোগ ছিল। 

পাঁচ বছরেরও বেশি সময় ধরে রাজ্যে ছিল কেরালা মডিউলের পাণ্ডা মুরশিদ। কোচিতে আসার আগে ইদুক্কিতে আট মাস একটি চায়ের দোকানে কাজ করত ইয়াকুব। কিন্তু তারা যে আল কায়দার মডিউলের সঙ্গে যুক্ত, তা কখনও ভাবতেও পারেননি অন্য শ্রমিকরা। 

আরও পড়ুন : কেউ কলেজ পড়ুয়া, কেউ দর্জি-শ্রমিক, মুর্শিদাবাদের NIA-এর জালে ৬ আল কায়দা জঙ্গি

ধৃতদের সঙ্গে থাকতেন, এমন কয়েকজন শ্রমিক  জানান, তিনজনই অত্যন্ত ধার্মিক ছিল এবং সবসময়ে ফোনে মুখ গুঁজে থাকত। কয়েকজন শ্রমিক আবার তদন্তকারীদের জানিয়েছেন, ধৃতদের কেউই নিয়মিত কাজে যেত না এবং অধিকাংশ সময় ফোনে কাটাত। তবে তাদের মধ্যে কখনও অস্বাভাবিকতা দেখেননি বলে জানিয়েছেন এক স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, 'ওরা সাধারণ জীবনযাপন করত এবং থাকার আগে সব কাগজও দিয়েছিল। একজন তো পরিবারের সঙ্গেই থাকত। ওদের সন্ত্রাসাবাদী কার্যকলাপ শুনে আমরা অবাক হয়ে গিয়েছি।'

অতীতে কেরালায় একাধিকবার আইসিসের প্রতি সহানুভূতিশীল অনেকে ধরা পড়লেও এই প্রথম আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করা হল। জাতীয় তদন্তকারী সংস্থার সন্দেহ, স্থানীয় সাহায্যও পেয়েছ তিনজন। যারা এনক্রিপ্টেড টেলিগ্রামের মাধ্যমে পাকিস্তানে আল কায়দা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত। একই সন্দেহ করেছে কেরালা পুলিশও। এক শীর্ষকর্তা বলেন, ‘আমরা সব পরিযায়ী শ্রমিকদের উপর নজর রাখছি এবং কর্মীদের যাবতীয় তথ্য রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।’ 

ঘরে বাইরে খবর

Latest News

সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের আফগানদের বিরুদ্ধে T20I সিরিজে না অজিদের, পালটা বিগ ব্যাশে না খেলার হুমকি রশিদের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট ঘুঘুডাঙা থেকে লস্করের চিঠি পাঠানো হয়েছিল শান্তনু ঠাকুরকে! তদন্তে উঠে এল নয়া তথ্য বরের উপর রীতিমত ছড়ি ঘোরান সুরা! আরবাজ বললেন,‘যবে থেকে প্রেমে পড়েছি তবে থেকেই…’ 'আইনসিদ্ধ উত্তম-মধ্যম দিলে দোষ নেই', বিতর্কিত মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৫০ কোটির দোরগোড়ায় অক্ষয়ের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, কী হাল অজয়ের ময়দানের? DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? বেগুনি টুপির তালিকায় বড় লাফ খালিলের, অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে উত্থান হল শুভমনের প্রকাশ্যে স্ত্রী দীপ্তির থেকে ক্ষমাপ্রার্থনা শ্রেয়সের! কিন্তু কেন?

Latest IPL News

সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত IPL-এ ঝড় তুলেও বিশ্বকাপে ডাক পাবেন না রিয়ানরা! সামনে এল সম্ভাব্য ভারতীয় স্কোয়াড মার খেয়ে হাড় গুঁড়ো হচ্ছে বোলারদের, IPL-এ ইমপ্যাক্ট বদলি তুলে দেওয়ার দাবি মুডির ইডেনের ম্যাচে শুরু থেকে তিনিই চিয়ার লিডার, KKR হারায় কেঁদে ফেললেন শাহরুখ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.