বাংলা নিউজ > ঘরে বাইরে > NIA Raid Against PFI: 'সবচেয়ে বড়' সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাসহ ১৩ রাজ্যে হানা NIA-র, জালে ১০০ PFI নেতা

NIA Raid Against PFI: 'সবচেয়ে বড়' সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাসহ ১৩ রাজ্যে হানা NIA-র, জালে ১০০ PFI নেতা

এনআইএ হানা দেশের ১০ রাজ্যে (এএনআই) (HT_PRINT)

১৩টি রাজ্য জুড়ে আজ সকাল থেকে এই অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রায় ১০০ নেতাকে গ্রেফতার করা হয়েছে এই অভিযানে।

সাম্প্রতিককালে দেশে সবচেয়ে বড় সন্ত্রাস বিরোধী হানা দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য পুলিশ বাহিনী। জানা গিয়েছে, ১৩টি রাজ্য জুড়ে আজ সকাল থেকে এই অভিযান শুরু হয়েছে। এখনও পর্যন্ত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রায় ১০০ নেতাকে গ্রেফতার করা হয়েছে এই অভিযানে।

তেলাঙ্গানা, কেরল, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, অসম সহ আরও বেশ কয়েকটি রাজ্যে এই অভিযান চালানো হয়। সন্ত্রাসে মদতের জন্য অর্থ সংগ্রহ, প্রশিক্ষণ শিবির চালানো এবং নির্ধারিত সংগঠনে যোগদানের জন্য লোকদের উগ্রপন্থার পাঠ পড়ানো ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বাড়িতে এই অভিযান চালায় সন্ত্রাসবিরোধী টাস্ক ফোর্স। কলকাতাতেও অভিযান চালায় এনআইএ, ইডি। তাছাড়া বিহার, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পুডুচেরি, রাজস্থানেও অভিযান চালানো হচ্ছে।

জানা গিয়েছে, তামিলনাড়ুর কোয়েম্বাটোর, কুদ্দালোর, রামনাদ, ডিন্ডুগাল, থেনি এবং থেনকাসি সহ বেশ কয়েকটি জায়গায় পিএফআই-এর কর্মকর্তাদের বাড়িতে অভিযান চালানো হয়। চেন্নাই পিএফআই স্টেট হেড অফিস পুরসাওয়াক্কামেও তল্লাশি চালানো হচ্ছে। এদিকে, গুয়াহাটির হাতিগাঁও এলাকায় যৌথ অভিযান চালিয়ে পিএফআই-এর সঙ্গে যুক্ত নয়জনকে আটক করেছে অসম পুলিশ। এদিকে পার্ক-সার্কাস তিলজলা রোড সংলগ্ন একটি তিনতলা বাড়িতে অভিযান চালায় ইডি এবং এনআই

এদিকে এই অভিযান প্রসঙ্গে পিএফআই-এর তরফে বার্তা সংস্থা পিটিআইকে বলা হয়েছে, ‘পিএফআই-এর জাতীয়, রাজ্য এবং স্থানীয় নেতাদের বাড়িতে অভিযান চালানো হচ্ছে। রাজ্য কমিটির অফিসেও হানা দেওয়া হচ্ছে। ভিন্নমতের কণ্ঠকে নীরব করার জন্যই এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে। ফ্যাসিবাদী শাসকদের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাই।’

এর আগে এই মাসের শুরুর দিকেই তেলাঙ্গানার ৩৮টি স্থানে এবং অন্ধ্রপ্রদেশের দুটি স্থানে অভিযান চালিয়েছিল এনআইএ। তেলাঙ্গানার নিজামবাদ জেলার আব্দুল কাদের এবং ২৬ জন অন্যান্য ব্যক্তির সঙ্গে সম্পর্কিত একটি মামলাযর প্রেক্ষিতে সেই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেই অভিযানে বেশ কিছু ডিজিটাল ডিভাইস, নথি, দুটি ছোরা এবং নগদ ৮,৩১,৫০০ টাকা সহ অপরাধমূলক বহু সামগ্রী বাজেয়াপ্ত করেছিল এনআইএ।

বন্ধ করুন