Night curfew along Bangladesh Border: জারি কারফু-নিষেধাজ্ঞা, বাংলাদেশি পাচারকারীদের ভাতে মারতে কড়া পদক্ষেপ সীমান্তে
Updated: 19 Feb 2025, 06:21 AM ISTবিগত দিনে সীমান্তে অনুপ্রবেশ এবং পাচার ঠেকাতে তৎপর হয়েছে সরকার। এই আবহে অসমের কাছার জেলায় রাত্রিকালীন কারফু জারি করা হয়েছে সীমান্তে। পুলিশ এবং বিএসএফ মিলে রাতে টহল দিচ্ছে সীমান্ত এলাকায়। এদিকে সীমান্ত লাগোয়া নদীতেও মাছ ধরার ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
পরবর্তী ফটো গ্যালারি