কয়েকদিন আগেই নিখিল কামাথকে ২ ঘণ্টারও বেশি সময় ধরে ইন্টারভিউ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর জেরোধার প্রতিষ্ঠাতার পডকাস্টই সময়ের আগে শেষ করে চলে যান মার্কিন ধনকুবের। নিখিলের 'ডাব্লু টি এফ ইজ' পডকাস্টে সম্প্রতি অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মার্কিন ধনকুবের ব্রায়ান জনসন। শরীরচর্চা নিয়ে কথা বলতেই ব্রায়ানকে আমন্ত্রণ জানিয়েছিলেন নিখিল। তবে ভারতের বায়ুদূষণে 'চিন্তিত' ব্রায়ান তড়িঘড়ি শো শেষ করে চলে গিয়েছিলেন। এই ঘটনা নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনেক চর্চা হয়েছিল। উল্লেখ্য, ব্রায়ান 'অ্যান্টি-এজিং ইনফ্লুন্সার' হিসেবে খ্যাত। সেই শো নিয়ে এবার তিনি মুখ খুললেন। (আরও পড়ুন: ক্রেডিট কার্ডের 'ছোট, অন্যায্য' পরিমাণ এড়িয়ে গিয়ে বিপাকে? কী করবেন…)
আরও পড়ুন: বাংলাদেশে ২৩ সংখ্যালঘুকে খুনের অভিযোগ, 'সাম্প্রদায়িক হিংসা না',বলল ইউনুসের সরকার
নিখিলের শো আগেভাগে শেষ করার বিষয়ে ব্রায়ান বললেন, 'আমি যখন ভারতে গিয়েছিলাম, তখন এই পডকাস্টটি আগেভাগেই শেষ করে দিয়েছিলাম সেখানকার বাতাসের মানের কারণে। নিখিল কামাথ খুবই ভালো হোস্ট ছিলেন। এবং আমরা বেশ ভালো সময় কাটাচ্ছিলাম। তবে সমস্যাটা হয় সেই ঘর নিয়ে। যেখানে আমরা এই পডকাস্ট শুট করছিলমা, সেই ঘরে বাইরে থেকে বাতাস ঢুকছিল। আমি আমার সঙ্গে যে এয়ার পিউরিফায়ার নিয়ে গিয়েছিলাম, সেটা ওখানে কাজ করছিল না।' (আরও পড়ুন: মেয়েদের শিক্ষার পক্ষে সওয়াল করে আফগানিস্তান ত্যাগ তালিবান মন্ত্রীর!)
আরও পড়ুন: এবার সামরিক বিমানে করে 'অবৈধ অভিবাসীদের' ভারতে ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প
ব্রায়ান দাবি করেন, ভারতের বায়ুদূষণের কারণে সফরের তৃতীয় দিনেই তাঁর গায়ে ব়্যাশ বেরিয়েছিল। এদিকে তাঁর গলার পাশে ত্বক 'জ্বলে' গিয়েছিল। এই আবহে তিনি বলেন, 'ভারতে বায়ুদূষণ এতটা স্বাভাবিক চোখে দেখা হয় যে কেউ সেভাবে গা করে না। যদিও সবাই জানে বৈজ্ঞানিক ভাবে এর কী কী ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। আমি দেখলাম, বাইরে মানুষজন দৌড়াচ্ছে। ছোট ছোট বাচ্চারাও আছে। কেউ মাস্ক পরে নেই। তাতে অন্তত বায়ুদূষণের প্রভাব কিছুটা হলেও কমত। আমার জন্যে এই দৃশ্য খুবই বিভ্রান্তিকর ছিল।' এই আবহে ব্রায়ান জনসন বলেন, 'ভারত যদিতাদের বাসিন্দাদের আরও স্বাস্থ্যকর জীবন দিতে চায়, তাহলে তাদের বায়ুদূষণ কমাতে হবে। সব ক্যানসার নিরাময় করার থেকেও সেটা বেশি কার্যকর হবে।' (আরও পড়ুন: ট্রুডোর সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, ২৫% শুল্ক থেকে আপাতত রেহাই পেল কানাডা)
এদিকে যে পডকাস্টে ব্রায়ান জনসন তাড়াতাড়ি উঠে গিয়েছিলেন, তাতেই প্রশান্ত প্রকাশ এবং জিতেন্দ্র চোকসিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রশান্ত হলেন অ্যাক্সেল পার্টনার্সের প্রতিষ্ঠাতা অংশীদার এবং জিতেন্দ্র হলে 'ফিটর' (FITTR)-এর প্রতিষ্ঠাতা। সেই পডকাস্টে নিখিলের সঙ্গে ছিলেন তাঁর ভাই নীতিন কামাথও। এছাড়া নীতিনের স্ত্রী তথা জেরোধার ডিরেক্টর সীমা কামাথও সেই পডকাস্টে হাজির ছিলেন।