আদালতে বড় ধাক্কা খেলেন নীরব মোদী। আইনি লড়াইতে তিনি ফের হোঁচট খেলেন ব্রিটেনে। আর্থিক প্রতারণায় অভিযুক্ত নীরব মোদীকে ফেরৎ আনতে চেষ্টা চালাচ্ছে ভারত। এর মধ্যেই ব্রিটেনের হাইকোর্ট জানিয়ে দিয়েছে, তিনি সেখানকার সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন না। আসলে কার্যত ভারতে প্রত্যর্পণ আটকানোর জন্য তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সেখানেই এবার বিরাট সেট ব্য়াক হল তার।
লন্ডনের রয়াল কোর্ট অফ জাস্টিসের তরফে নির্দেশে বলা হয়েছে আবেদনকারী( নীরব মোদী) যে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে, তা প্রত্য়াখান করা হয়েছে।
সব মিলিয়ে এবার আর ব্রিটেনের সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগটাও নষ্ট হল নীরব মোদীর। সেক্ষেত্রে এবার আইনি প্রক্রিয়া কোনদিকে যায় সেটাই দেখার। এদিকে ওয়াকিবহাল মহলের মতে, ভারতে প্রত্যর্পণের জন্য যে চেষ্টা চালানো হচ্ছে তা আটকাতে কার্যত মরিয়া চেষ্টা চালাচ্ছে নীরব মোদী। কিন্তু হাইকোর্ট তরফে জানিয়ে দেওয়া হয়েছে এনিয়ে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারবেন না।সেক্ষেত্রে তাঁর ভারতের হাতে প্রত্যর্পণের বিষয়টি এগিয়ে গেল কয়েকধাপ।
এদিকে সাম্প্রতিক হাই কোর্টের অর্ডারে নীরব মোদীকে আইনি খরচ বাবদ GBP 150,247.00 দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে এবারই প্রথম নয়, এর আগেও আদালতে আইনি লড়াইতে ধাক্কা খেয়েছেন নীরব মোদী। গত মাসে তিনি আদালতে আবেদন করে জানিয়েছিলেন, আমি মানসিকভাবে অসুস্থ। তবে আদালতের ওই দুই বিচারকই তখন জানিয়ে দিয়েছিলেন, তাঁর আত্মহত্যার করার ঝুঁকিটা এমন কিছু বড় নয় যে ভারতে তাকে প্রত্য়র্পণ করা যাবে না। প্রসঙ্গত পঞ্জাব ন্য়াশানাল ব্য়াঙ্কে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার লোন প্রতারণায় অভিযুক্ত নীরব মোদী।