বাংলা নিউজ > ঘরে বাইরে > আমাকেও মেরে ফেলুন, হাহাকার করে আদালতে অচৈতন্য মুকেশের স্ত্রী

আমাকেও মেরে ফেলুন, হাহাকার করে আদালতে অচৈতন্য মুকেশের স্ত্রী

আদালত চত্বরের বাইরে ভেঙে পড়লেন অক্ষয় সিং ঠাকুরের স্ত্রী। ছবি সৌজন্যে এএনআই।

আমিও সুবিচার চাই। আমাকে আর আমার ছেলেকেও মেরে ফেলা হোক। আমার স্বামী নিরপরাধ। সমাজ কেন আমাদের পিছনে পড়েছে?

‘আমাকেও মেরে ফেলা হোক।’ বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস আদালতে নির্ভয়াকাণ্ডে দোষী ৪ আসামির ফাঁসি রদের আবেদন নাকচ হওয়ার পরে এই আর্জি জানালেন দণ্ডিত মুকেশ সিংয়ের স্ত্রী।

বিচারকক্ষ থেকে বেরিয়ে এসে অক্ষয় সিং ঠাকুরের স্ত্রী চিৎকার করে বলেন, ‘আমিও সুবিচার চাই। আমাকে আর আমার ছেলেকেও মেরে ফেলা হোক। আমার স্বামী নিরপরাধ। সমাজ কেন আমাদের পিছনে পড়েছে? সুবিচার পাব এই আশায় এতদিন বেঁচেছিলাম, কিন্তু গত সাত বছর ধরে প্রতিদিন আমাদের মেরে ফেলা হচ্ছে।’

চরম হতাশায় নিজের চটি দিয়েই নিজেকে মারতে থাকেন ওই যুবতী। এরপরেই তিনি কিছু ক্ষণের জন্য জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে শান্ত করে আদালত চত্বরের বাইরে নিয়ে যান আইনজীবীরা।

ঘটনার জেরে এ দিন নির্ভয়ার বাবা-মায়ের আইনজীবী অবশ্য বলেন, ‘অক্ষয় আমাদের সমাজেরই সদস্য ছিল। প্রত্যেকেই অস্বাভাবিক মৃত্যুতে বেদনাতুর হয়ে পড়েন। কিন্তু অক্ষয় ক্ষমার যোগ্য নয়।’

গত ৫ মার্চ নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ড প্রাপ্ত ৪ আসামির নামে নতুন মৃত্যুপরোয়ানা জারি করে দিল্লির নিম্ন আদালত। নির্দেশ অনুযায়ী, আগামিকাল শুক্রবার ভোর ৫.৩০ মিনিটে মুকেশ সিং (৩২), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬) ও অক্ষয় সিং ঠাকুর (৩১) ফাঁসির আদেশ একসঙ্গে কার্যকর হবে। এ দিন নিম্ন আদালত জানিয়ে দিয়েছে, এই চার জনের ফাঁসি রুখতে আর কোনও আইনি পথ অবশিষ্ট নেই।

এ দিন সকালে দিল্লি আদালতে তার আবেদন খারিজ হওয়ার রায়ের বিরুদ্ধে আসামি মুকেশ সিংয়ের আর্জি আবার খারিজ হয়ে যায়। ওই আর্জিতে সে দাবি করেছিল, নির্ভয়ার গণধর্ষণ ও নিগ্রহের সময় সে দিল্লিতে উপস্থিত ছিল না।

ঘরে বাইরে খবর

Latest News

‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.