আজ শনিবার ২০২৫-২৬ সালের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে আইআইটিগুলির জন্য একাধিক সুবিধার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আইআইটিতে আসন সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন এবং সম্প্রসারণের কথা ঘোষণা করেছেন তিনি। এছাড়াও, স্কুল এবং উচ্চ শিক্ষার জন্য ‘ভারতীয় ভাষা পুস্তক’ প্রকল্পের ঘোষণা করেছেন।
আরও পড়ুন: মানুষের পকেট ভরবে বাজেটে, বললেন মোদী, ‘ব্যান্ড এইড’ খোঁচা রাহুলের
এদিন বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, দেশের পাঁচটি আইআইটিতে পরিকাঠামো উন্নয়ন করা হবে। যার মধ্যে রয়েছে হস্টেলের উন্নয়ন সহ অন্যান্য পরিকাঠামোর উন্নয়ন। এরফলে অতিরিক্ত সাড়ে ৬ হাজার পড়ুয়ার সুবিধা হবে। অর্থমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরের ২৩টি আইআইটিতে পড়ুয়ার সংখ্যা ১০০ শতাংশ বেড়েছে। আগে যেখানে আইআইটিগুলিতে পড়ুয়াদের সংখ্যা ছিল ৬৫ হাজার এখন তা বেড়ে হয়েছে ১.৩৫ লাখ।’
তিনি জানান, ২০১৪ সালের পর চালু হওয়া ৫টি আইআইটি’র পরিকাঠামো উন্নয়ন করা হবে। এছাড়াও আইআইটি পাটনার সম্প্রসারণের কথাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রসঙ্গত, এই বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে বাজেটে আইআইটি পাটনার সম্প্রসারণের কথা জানাল কেন্দ্র। পাটনা আইআইটির কথা তিনি বাজেট পড়তে গিয়ে আলাদাভাবে উল্লেখ করেন।
এছাড়াও মেডিক্যাল কলেজগুলিতে আসন সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানান, আগামী অর্থবর্ষে দেশের নানা প্রান্তে অবস্থিত মেডিক্যাল কলেজগুলিতে ১০ হাজার আসন সংখ্যা যোগ করা হবে। পাশাপাশি, বাজেটে স্কুলগুলির জন্যও একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানান, পড়ুয়াদের মধ্যে বৈজ্ঞানিক মনস্ক গড়ে তোলার জন্য সরকারি স্কুলগুলিতে ৫০০০০টি অটল টিঙ্কারিং ল্যাব গড়ে তোলা হবে। এছাড়াও, গ্রাম্য এলাকায় ইন্টারনেটের সমস্যা নতুন কিছু নয়। সেই সমস্যার সমাধানে গ্রামীণ এলাকায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ করা হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে এআইয়ের উপর জোর দেওয়া হয়েছে। তিনি জানান, শিক্ষা ক্ষেত্রে এআই-এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করলে সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হবে।