মোদী সরকারের সমালোচনা করে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন। নিজের ভাষণে মনমোহন সিং বলেন,'অর্থনীতির বিষয়ে ওঁরা (বিজেপির নেতৃত্বাধীন সরকার) কিছুই বোঝেন না।' প্রাক্তন প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিভিন্ন ইস্যুতে নীরবতা নিয়ে তোপ দাগেন। সীতারামন বলেন, 'ডক্টর মনমোহন সিং আপনার প্রতি আমার অনেক সম্মান ছিল। তবে এটা আপনার থেকে আশা করিনি।'
মনমোহন সিং অভিযোগের সুরে বলেছিলেন, অর্থনীতিতে বিজেপির সরকার বোঝানা বলেই 'ধনীরা আরও ধনী হচ্ছে, আর গরিব মানুষ আরও গরিব।' উল্লেখ্য, শুধু প্রধানমন্ত্রীই নন, মনমোহন সিং একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসাবেও সমাদৃত। এদিকে , তাঁর সমালোচনার জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন,'একজন প্রধানমন্ত্রী যাঁকে মনে রাখা হয় দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়ার জন্য..সেই কুখ্যাত মর্যাদার জন্য ভারতকে স্মরণ করা হচ্ছে.. যে প্রধানমন্ত্রী ২২ মাস ধরে চলা মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে পারেননি...যে প্রধানমন্ত্রী চোখের সামনে দেখেছেন পুঁজি চলে যাচ্ছে দেশ থেকে...আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তথন ২৭৫ মিলিয়ন মার্কিন ডলার ছিল তখন, আর এখন ৬৩০ বিলিয়ন মার্কিন ডলার।.. তিনি হঠাৎ করে অর্থনীতি নিয়ে কথা বলছেন। এটা কি পঞ্জাব নির্বাচনের জন্য?'
এরপরই পঞ্জাব নির্বাচন নিয়ে ভোট পারদ চড়িয়ে নির্মলা সীতারামন বলেন, 'তিনি কোথায় ছিলেন তখন যখন পঞ্জাবে ভ্যাকসিন লাভের জন্য বিক্রি করা হচ্ছিল। সেখানে আজ তিনি প্রচারের জন্য যাচ্ছেন, তবে এই নিয়ে কথা বলছেন না।' এরপরই সুর চড়িয়ে নির্মলা সীতারামন বলেন, 'ডক্টর মনমোহন সিং আপনার প্রতি আমার অগাধ সম্মান ছিল, তবে আপনার থেকে এটা আশা করিনি। শুধুমাত্র নির্বাচনী ক্ষেত্রের জন্য দেশের একজন শিক্ষিত প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদকে ভারত সম্পর্কে খারাপ কথা বলানো হবে। যে ভারত অতিমারী সত্ত্বেও বিশ্বের দ্রুত অগ্রগতি সম্পন্ন অর্থনীতি।'
উল্লেখ্য, ইতিমধ্যেই দেশে এনএসইর প্রাক্তন এমডি চিত্রা রামাকৃষ্ণাকে ঘিরে শুরু হয়েছে তদন্ত ও তল্লাশি। উল্লেখ্য, ইউপিএ সরকারের আমলে চিত্রা ছিলেন এনএসইর এমডি। তাঁর বিরুদ্ধে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের গোপন তথ্য পাচারের অভিযোগ রয়েছে। সেই সূত্র ধরে নির্মলা সীতারামন বলেন, 'আপনি পঞ্জাব নির্বাচনের প্রেক্ষিতে কথা বলছেন। অথচ এনএএসই-ই যথেষ্ট কথা বলার জন্য। আপনি তো সেদিকে নজর দিলেননা। এটা আপনার (সরকারের) দুর্নীতি। আপনারও উচিত এতে মুখ খোলা।' উল্লেখ্য, মনমোহন সরকারকে প্রবল সমালোচনার মুখে ফেলে অক্সফ্যাম রিপোর্ট নিয়ে নির্মলা সীতারামন বলেন, 'তারা যে সূত্র ব্যবহার করেছে তা ভুল। এটা সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ ভিত্তিতে হওয়া উচিত।' নির্মলা বলেন, 'আপনার সম্পত্তি না থাকলেও আমরা আপনাকে কিছু দিয়েছি। আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে সরকারী হস্তক্ষেপ মোটেই বিবেচনা করা হচ্ছে না।' অর্থমন্ত্রী বলেন, রিপোর্টটিতে শুধুই দুটি দিকে নজর দেওয়া হয়েছে, সরকারের প্রকল্প নজর দেওয়া হয়নি।