বাংলা নিউজ > ঘরে বাইরে > ভাইপোকে সমর্থন করার লোক আমরা নই, সংসদে 'জিজা-ভাতিজা' তোপ নির্মলার

ভাইপোকে সমর্থন করার লোক আমরা নই, সংসদে 'জিজা-ভাতিজা' তোপ নির্মলার

নির্মলা সীতারামণ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Photo by INDRANIL MUKHERJEE / AFP) (AFP)

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সেই অতিমারির সময় থেকে দেশের অর্থনীতি একেবারে মাইনাস ২৩এ চলে গিয়েছিল। ক্যাপেক্স রুটের মাধ্যমে আমাদের অর্থনীতিকে পুনরূদ্ধারের চেষ্টা করেছি।

অনিরূদ্ধ ধর

লোকসভায় শুক্রবার বাজেট প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ভারতের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে এই কেন্দ্রীয় বাজেট অত্যন্ত কার্যকরী হয়েছে। এটি ভারতের অর্থনীতির ভারসাম্য রক্ষা করবে। 

কেন্দ্রীয় বাজেট নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি কংগ্রেস ও বিরোধী নেতৃত্বকে রীতিমতো একহাত নেন। 

সংবাদ সংস্থা এএনআই কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছে, আমরা কোনও একজন ব্যক্তির কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাজেট তৈরি করি না। আমরা সকলের কথা মাথায় রেখে বাজেট তৈরি করি। আমরা সেই পার্টি নই যে যারা জামাইবাবু আর ভাইপোকে সমর্থন করে। এটা কংগ্রেসের সংস্কৃতির মধ্যে পড়ে।

এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট আগের বাজেটের কিছুটা অংশ পড়ে ফেলে তারপর বুঝতে পারেন তিনি ভুল করে ফেলেছেন। এনিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, রাজস্থানে মনে হচ্ছে কিছু ভুল হয়ে যাচ্ছে। এবছর তারা গত বছরের বাজেট পড়ে ফেলেছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে এমন ভুল আজকাল আর যেন আর কেউ না করে। কিন্তু সেই ভুলটাই তো হয়ে গিয়েছে। সেকারণেই এটা আমি উল্লেখ করেছি। 

এদিকে রাজস্থানের ওই ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল পড়ে যায়। মুখ্যমন্ত্রী বিষয়টিকে মানুষের ভুল বলে উল্লেখ করেছেন। বিজেপির অভিযোগ বাজেট লিক হয়ে গিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সাধারণভাবে  ভারতের উন্নতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থনীতির ভারসাম্য তৈরি করছে এই বাজেট।  এটা খুব কঠিন ভারসাম্য। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সেই অতিমারির সময় থেকে দেশের অর্থনীতি একেবারে মাইনাস ২৩এ চলে গিয়েছিল। ক্যাপেক্স রুটের মাধ্যমে আমাদের অর্থনীতিকে পুনরূদ্ধারের চেষ্টা করেছি। 

এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে দুটি বিষয়কে উল্লেখ করেছেন। একটি হল জামাইবাবু ও অপরটি হল ভাইপো। এবার প্রশ্ন কার জামাইবাবুর কথা উল্লেখ করেছেন তিনি? তিনি কি কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতার জামাইবাবু? অন্যদিকে ভাইপো বলতে বাংলার রাজনীতিতে একটি বিশেষ নামকে উল্লেখ করেন বিরোধীরা। তাঁর কথাই কি উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? তবে এনিয়ে খোলসা করেননি নির্মলা সীতারামন। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন