আদানি ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই উত্তাল সংসদ। তারই মধ্যে এদিন বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ঘিরে ২০২৩-২৪ আর্থিক বছরে কর ব্যবস্থা থেকে করদাতারা বিশেষ উপকার পাবেন, এই বার্তা দিয়ে সংসদের অধিবেশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রসঙ্গত, বৃহস্পতিবার নরেন্দ্র মোদী কংগ্রেসকে টার্গেট করে একের পর এক তোপ দাগেন তাঁর সংসদীয় ভাষণে। এরপর শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তুলে ধরেন তাঁর পেশ করা ২০২৩-২৪ বাজেটের ইতিবাচক দিক। এদিকে, নির্মলার ভাষণের সময় কংগ্রেস ওয়াকআউট করে। মল্লিকার্জুন খার্গের কয়েকটি মন্তব্যে চেয়ারম্যান ধনখড়ের বিরোধিতার জেরে ছিল ওয়াক আউট। দেখে নেওয়া যাক নির্মলা সীতারামন কী কী বলেছেন এদিন সংসদে।
নির্মলা সীতারামন তাঁর ভাষণে বলেন,' বেশ কয়েকটি কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গে MNREGA স্কিম নিয়ে তদন্ত করেছে। আর দেখা গিয়েছে, সেই স্কিমের লাগু করায় বহু ফাঁক ফোঁকড় রয়েছে। এছাড়াও পিএম আওয়াস যোজনা লাগুর ক্ষেত্রেও কিছু অনিয়ম রয়েছে তা যে টিমগুলি তদন্ত করেছে, তাদের কাছে উঠে আসে। রাজ্যসরকারগুলিকে এর নিরিখে জবাব দিতে বলা হয়েছে।' এরপরই তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ তোলেন যে, আর্থিকভাবে বাংলাকে ‘ব্লক’ করতে চাইছে মোদী সরকার।
পিএম কিসান স্কিমের প্রশংসায় নির্মলা সীতারামন বলেন, ‘ প্রতি যোগ্য উপভোক্তা এই স্কিমে প্রতি বছর ৬ হাজার টাকা পাবেন।’
কর ব্যবস্থার সুবিধার প্রসঙ্গে তিনি বলেন,' নতুন কর ব্যবস্থার ফলে মানুষের হাতে বেড়ে যাবে নিষ্মপত্তিযোগ্য উচ্চ আয়।' প্রসঙ্গত, কর ব্যবস্থার নতুন নিয়ম অনুযায়ী, বার্ষিক ৭ লাখ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় দেওয়া হয়েছে। নির্মলা সীতারামন বলছেন, দেশের সমস্ত দিকের ভারসাম্য ধরে রাখেছে এবছরের বাজেট।
কৃষক উন্নয়নে তাঁর পেশ করা ২০২৩-২৪ এর বাজেট কতটা গুরুত্বপূর্ণ। নির্মলা বলেন, সরকার ভর্তুকি বৃদ্ধির মাধ্যমে কৃষকদের সারের দাম বৃদ্ধি থেকে বিরত রেখেছে।
এদিন তাঁর বক্তব্য রাখার সময় কংগ্রেসের ওয়াক আউট ঘিরে ক্ষোভ উগড়ে দেন নির্মলা। তিনি বলেন,'কংগ্রেস অভিযোগ জানায় প্রথমে, এবং যখন তার উত্তর দেওয়া হয়, তখন তাঁরা ওয়াক উট করেন।'