আয়কর স্ল্যাবে পরিবর্তন আনা হয়েছে গতকালকের বাজেটে। এরই সঙ্গে ঘোষণা করা হয়েছে, এবার থেকে আর ১২ লাখ পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। এই আবহে বাজেটের পরে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, এবার থেকে ১ কোটি করদাতাকে আর আয়কর দিতে হবে না। এই আবহে সরকারের ১ ট্রিলিয়ন রাজস্ব কমতে পারে। তাহলে কেন এই পদক্ষেপ করা হল? দূরদর্শনে এই প্রশ্নই করা হয়েছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। এবং এর জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই এমনটা করা হয়েছে। (আরও পড়ুন: RBI ও সরকারি ব্যাঙ্কগুলির থেকে ২.৫৬ লাখ কোটি পেতে পারে কেন্দ্র, দাবি রিপোর্টে)
আরও পড়ুন: ক্রিপ্টোতে বাড়ছে কড়াকড়ি, এবারের বাজেটে ডিজিটাল সম্পদ নিয়ে কোন বিধান এল?
নির্মলা বলেন, 'আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। কারণ তাঁর নির্দেশ ছিল, আমরা যাতে রাজস্বের হিসাব একপাশে সরিয়ে রেখে জনগণের হাতে টাকা ফেরত দিতে পারি। কাদের হাতে টাকা ফেরাতে হবে? তারা করদাতা। আমাদের যখন মানুষের হাতে টাকা তুলে দিতে হয় তখন সেটা আলাদা বিষয়... বিনামূল্যে শস্য দেওয়া, দারিদ্র্যসীমার নিচে থাকা প্রবীণ নাগরিকদের পেনশন দেওয়া, আমাদের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। কিন্তু এই করদাতারাই দেশ চালাতে সাহায্য করছে এবং প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন যে আমাদের এমন কিছু পদক্ষেপ করা উচিত যাতে করে সৎ করদাতারা কিছুটা স্বস্তি পান।
আমরা আমাদের হিসাব নিয়ে তার কাছে যাই। তিনি তাৎক্ষণিকভাবে তা মেনে নেন। সুতরাং, আমি বিষয়টাকে এমন ভাবে দেখছি না যে রাজস্ব কম আসবে। আমি দেখছি, আমরা করদাতাদের হাতে আরও টাকা তুলে দিচ্ছি।' (আরও পড়ুন: এই সব ক্ষেত্রে ১২ লাখ বার্ষিক আয় করলে দিতে হবে আয়কর, জানুন বিশদে)
আরও পড়়ুন: দেশ জুড়ে মেট্রোয় বরাদ্দ ৩১২৩৯ কোটি, 'টাকা কোনও বাধা নয়', বলছেন কলকাতার কর্তারা
উল্লেখ্য, এবারের বাজেটে আয়কর নিয়ে অনেক প্রত্যাশা ছিল অনেকেরই। সেই প্রত্যাশা পূরণ করে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। তিনি জানিয়ে দেন, ১২ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কোনও আয়কর দিতে হবে না। এরই সঙ্গে হেরফের করা হয়েছে ট্যাক্স স্ল্যাবে। যুক্ত করা হল ২৫ শতাংশ আয়করের ‘স্ল্যাব’। এর ফলে মধ্যবিত্তের ওপর থেকে আয়করের বোঝা কিছুটা কমল বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বাজেট বক্তৃতায় বলেছিলেন, ‘নয়া যে আয়কর কাঠামোর ঘোষণা করা হল, তাতে মধ্যবিত্তের উপর থেকে করের বোঝা অনেকটা কমল। তাঁদের হাতে বেশি টাকা থাকবে। আর তার ফলে ঘরোয়া খরচ, সঞ্চয় এবং বিনিয়োগ বাড়বে।’ (আরও পড়ুন: ট্রাম্পকে 'শান্ত' করতে শুল্ক নিয়ে বাজেটে বড় ঘোষণা ভারতের, কাস্টমস ডিউটি কমল...)
আরও পড়ুন: বাজেটে 'উড়ান' ঘোষণা, লাভ হবে রাজ্যের? ধন্দের মাঝে একে অপরকে দুষছে তৃণমূল-বিজেপি
এদিকে নয়া স্ল্যাব অনুযায়ী, এবার ৪ লাখ টাকা পর্যন্ত আয়কর শূন্য। এরপর ৪ লাখ থেকে ৮ লাখে আয়কর ৫ শতাংশ। ৮ লাখ থেকে ১২ লাখে আয়কর ১০ শতাংশ। ১২ লাখ থেকে ১৬ লাখে আয়কর ১৫ শতাংশ। ১৬ লাখ থেকে ২০ লাখে আয়কর ২০ শতাংশ। ২০ থেকে ২৪ লাখে আয়কর ২৫ শতাংশ এবং ২৪ লাখের ওপরে আয়কর ৩০ শতাংশ। (আরও পড়ুন: বাজেট তো গেল, সরকারি কর্মীদের বেতন কত বাড়তে পারে জানেন? রইল লেভেল ধরে ধরে হিসেব)
আরও পড়ুন: ইউনুসের বাংলাদেশের জন্যে বাজেটে কত বরাদ্দ ভারতের? গতবারের তুলনায় বাড়ল না কমল?
এই আবহে আগের তুলনায় নয়া ঘোষণা পর থেকে করদাতাদের কত 'লাভ' হবে? বাজেট নথি হিসেবে, যাদের আয় ৮ লাখ টাকা, আগের থেকে এবার তাদের ৩০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাগের আয় ৯ লাখ টাকা, তাদের আগের তুলনায় ৪০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাদের আয় ১০ লাখ টাকা, তাদের আগের থেকে ৫০ হাজার টাকা বেশি লাভ হবে। এদিকে যাঁর আয় ১২ লাখ টাকা, তাঁর ৮০,০০০ টাকা আয়কর বাঁচবে। যাঁর আয় ১৬ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৫০,০০০ টাকা। যে করদাতার আয় ১৮ লাখ টাকা, তাঁর আয়কর বাঁচবে ৭০,০০০ টাকা। যাঁর আয় ২০ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ৯০,০০০ টাকা। যে করদাতার আয় ২৫ লাখ টাকা, তাঁর আয়কর বাবদ বাঁচবে ১,১০,০০০ টাকা।