অরুণাচল প্রদেশের একাধিক এলাকার নামকরণ নিজেদের মতো করে নিয়ে চিন সদ্য আগ্রাসন দেখিয়ে বার্তা দিয়েছে যে, ওই এলাকায় তাদের ‘সার্বভৌমত্ব’ রয়েছে। এই বার্তা যদিও দিল্লি নস্যাৎ করে দিয়েছে। এদিকে, বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন চুপ করে রয়েছেন, সেই প্রশ্ন তুলে তোপ দেগেছে কংগ্রেস। জার জবাবে নেহরু প্রসঙ্গ তুলে পাল্টা কংগ্রেসকে খোঁচা দিয়েছেন বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
নির্মলা সীতারমন বলেন, ১৯৬২ সালে ‘গোটা উত্তরপূর্ব ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল’। একই সঙ্গে নির্মলা অভিযোগের সুরে দাবি করেন, উত্তর পূর্ব থেকে সেই সময় হাত তুলে নিয়েছিলেন নেহরু। অরুণাচল নিয়ে চিনের স্টান্সের নিরিখে নির্মলা সীতারামন বলেন,' আমরা অরুণাচল প্রদেশে চিনের প্রবেশ বন্ধ করেছি। আমাদের কাজই এর পক্ষে কথা বলে। ফলে তারা (কংগ্রেস) বলতে পারে 'ওহ, প্রধানমন্ত্রী কথা বলছেন না। আমি চাই (রাহুল গান্ধী) দয়া করে তাদের (কংগ্রেসের) প্রথম প্রধানমন্ত্রী, আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু কী বলেছিলেন তা পরীক্ষা করে দেখুন। তিনি উত্তর পূ্র্ব নিয়ে হাত ধুয়ে ফেলেছিলেন।' উল্লেখ্য, এক সাংবাদিক সম্মেলনে নির্মলাকে অরুণাচল প্রদেশ নিয়ে প্রশ্ন করা হয়। তখনই সেই প্রশ্নের জবাবে একথা বলেন নির্মলা।
('তাজমহল ভাঙা' র ডাক বিজেপি বিধায়কের, প্রশ্ন মুমতাজের প্রতি শাহজাহানের প্রেম নিয়ে )
( মোদী, যোগীকে খুনের হুমকি! মিডিয়া চ্যানেলের CEOর ইমেল ব্যবহার করে বার্তা)
নির্মলা সীতারমন বলেন,'আপনি যদি অরুণাচলে সফর করেন, তাহলে অসমের কিছু অংশে মানুষ নিজে থেকেই বলবেন। অরুণাচলের মানুষ ভারতের সঙ্গে জমি আঁকড়ে ধরে ছিলেন, আর প্রতিটি চিনাকে ফিরে যেতে হয়েছ।' উল্লেখ্য, অরুণাচল প্রদেশের ১১ টি এলাকায় নাম পাল্টে নতুন নাম রেখেছে চিন। চিনের দাবি অরুণাচল দক্ষিণ চিব্বতের অংশ। আর সেই ইস্যুতে ক্ষোভ জাহির করেছে কংগ্রেস। কংগ্রেসের প্রশ্ন এমন ঘটনা ঘিরে কেন মুখ খুলছেন না প্রধানমন্ত্রী মোদী? তার জবাব দিতে গিয়েই নির্মলা সীতারামন একথা বলেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup