বাংলা নিউজ > ঘরে বাইরে > NIT: কাশ্মীরে ভলিবল ম্যাচের পরে ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ, জখম ৫

NIT: কাশ্মীরে ভলিবল ম্যাচের পরে ছাত্রদের মধ্যে তুমুল সংঘর্ষ, জখম ৫

কাশ্মীরে ভলিবল ম্য়াচকে কেন্দ্র করে সংঘর্ষ। প্রতীকী ছবি। (HT_PRINT)

এর আগে ২০১৬ সালে স্থানীয় নয় এমন ছাত্রদের সঙ্গে কাশ্মিরী ছাত্রদের সংঘর্ষ বেঁধেছিল। সেবারও টি ২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের পরাজয়কে কেন্দ্র করে নিটের অন্দরে সংঘর্ষ বেঁধে যায়। সেই সময় পুলিশ লাঠিচার্জ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে। পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীনগরের ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে(NIT) ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ। তার জেরে আহত হয়েছেন ৫জন ছাত্র। একটি ভলিবল ম্যাচকে কেন্দ্র করে এই সংঘর্ষ। মঙ্গলবার রাতে এনিয়ে পুলিশকেও হস্তক্ষেপ করতে হয়। শ্রীনগর পুলিশের তরফে টুইট করে বলা হয়েছে, এনআইটি শ্রীনগরে ছাত্রদের দুই গোষ্ঠীর মধ্য়ে মারপিট হয়। একটি ভলিবল ম্যাচের শেষ হতেই এই সংঘর্ষ বেঁধে যায়। দুপক্ষ মিলিয়ে মোট পাঁচজন জখম হয়েছেন। ইনস্টিটিউট কর্তৃপক্ষ পুলিশকে ডাকার পরে আমরা ভেতরে ঢুকি।

পাশাপাশি পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনায় হস্তক্ষেপ করে পুলিশ। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অ্য়াসোসিয়েট ডিন স্টুডেন্ট্স ওয়েলফেয়ার তনভির রসুল জানিয়েছেন, আমি এব্যাপারে কিছু বলতে পারি না। তবে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমরা রিপোর্ট পাঠিয়েছি।

এদিকে এর আগে ২০১৬ সালে স্থানীয় নয় এমন ছাত্রদের সঙ্গে কাশ্মিরী ছাত্রদের সংঘর্ষ বেঁধেছিল। সেবারও টি ২০ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের পরাজয়কে কেন্দ্র করে নিটের অন্দরে সংঘর্ষ বেঁধে যায়। সেই সময় পুলিশ লাঠিচার্জ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে। পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বন্ধ করুন