বিভিন্ন জায়গায় সড়ক খানাখন্দে ভর্তি থাকা সত্ত্বেও টোল ট্যাক্স আদায় করা হয়। তা নিয়ে সড়কে যাতায়াতকারী মানুষের ক্ষোভ নতুন নয়। এবার এই ধরনের খারাপ রাস্তায় টোল আদায় নিয়ে জাতীয় সড়ক সংস্থাগুলিকে বড় পরামর্শ দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি। তিনি বলেছেন, রাস্তা যদি খারাপ থাকে তাহলে টোল ট্যাক্স নেওয়ার কোনও যুক্তি হয় না। দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন: বিহারের সেতু ভেঙে পড়ায় দায় কার? স্পষ্ট করলেন সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ি
গডকড়ি বলেন, ‘রাস্তা খারাপের অসংখ্য অভিযোগ আমি পেয়ে থাকি। সোশ্যাল মিডিয়াতেও একাধিক পোস্ট করে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। তাছাড়া, রাস্তা খারাপ থাকলে জনগণের ক্ষোভের মুখে পড়েন আমাদের মতো রাজনৈতিক নেতারা।’ এরপরেই টোল আদায়কারী সংস্থাগুলির উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা যদি ভালো পরিষেবা নাই দিতে পারেন তাহলে আপনাদের টোল চার্জ করা উচিত নয়। রাস্তা খানাখন্দে ভর্তি থাকলে মানুষ প্রতিবাদ করবেই।’
শুধু তাই নয়, সমস্যার সমাধানে জাতীয় সড়ক সংস্থাগুলিকে কী করা উচিত সেই বিষয়েও পরামর্শ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী। তিনি বলেছেন, ‘টোল প্লাজার কাছে ফিল্ড অফিসারদের দীর্ঘক্ষণ থাকতে হবে। রাস্তায় মানুষের কী সমস্যা হতে তা তাদের কাছ থেকে শুনতে হবে এবং তাদের প্রতি সংবেদনশীল হতে হবে।’ এর পাশাপাশি অভিযোগ দায়ের এবং প্রতিকারের জন্য একটি ব্যবস্থা থাকতে হবে বলেও পরামর্শ দেন মন্ত্রী।
প্রসঙ্গত, সাধারণত টোল লেনের মাধ্যমে দ্রুত যাতায়াতের জন্য ‘ফাস্টট্যাগ’ ব্যবহার করা হচ্ছে। বর্তমানে প্রায় ৯৮ শতাংশ টোল ট্যাক্সের লেনদেন এই ফাস্টট্যাগের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু, টোল গেট থাকায় বিভিন্ন টোল প্লাজায় প্রচুর যানজট হয়। এই অবস্থায় সেই পদ্ধতিতে বদল আনতে চলেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আগামীতে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে টোল সংগ্রহ করা হবে। এর জন্য কাজ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এই পদ্ধতি কার্যকর হলে আগামী কয়েক বছরের মধ্যেই টোল গেট উঠিয়ে ফেলা হবে। এতে যানজট হবে না।
গডকড়ি জানান, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের কার্যকর হলে টোল থেকে সরকারের রাজস্বের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা বৃদ্ধি পাবে। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবর্ষে টোল সংগ্রহ ৩৫ শতাংশ বেড়েছে। এই বছরে টোল আদায় হয়েছে ৬৪,৮০৯.৮৬ কোটি টাকা। তাছাড়া এই পদ্ধতিতে টোল আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে বলে তিনি জানান।