বাংলা নিউজ > ঘরে বাইরে > Nitin Gadkari Controversial Comment: ‘ইউজ অ্যান্ড থ্রো করা ঠিক নয়…’, কংগ্রেসের ‘অফার’ নিয়ে মুখ খুললেন গডকরি

Nitin Gadkari Controversial Comment: ‘ইউজ অ্যান্ড থ্রো করা ঠিক নয়…’, কংগ্রেসের ‘অফার’ নিয়ে মুখ খুললেন গডকরি

নীতিন গডকরি (HT_PRINT)

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি এবং মধ্যপ্রদেশের চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বাদ দেওয়া হয়েছিল বিজেপির সংসদীয় বোর্ড থেকে। আরএসএস ঘনিষ্ঠ এই মারাঠা নেতার বাদ পড়ার বিষয়টি অনেকের চোখ কপালে তুলেছিল।

কাউকে ব্যবহার করা এবং প্রয়োজন শেষ হওয়ার পরে তাঁকে ফেলে দেওয়া ভুল। সংসদীয় বোর্ড থেকে বাদ পড়ে বিস্ফোরক কেন্দ্রীয় পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। গত ১৭ অগস্ট ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ড থেকে অপসারিত হয়েছিলেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। আরএসএস ঘনিষ্ঠ এই মারাঠা নেতার বাদ পড়ার বিষয়টি অনেকের চোখ কপালে তুলেছিল। এই আবহে গডকরি বলেন, ‘যদি আপনি কারও হাত ধরেন, তাহলে সে আপনার বন্ধু। কখনও তাঁদের যেতে দেবেন না।’

কেন্দ্রীয় মন্ত্রী তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী বোর্ডে স্থান দেওয়া হয় সম্প্রতি। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি এবং মধ্যপ্রদেশের চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অবশ্য বাদ দেওয়া হয় বোর্ড থেকে। ১১ সদস্যের বোর্ডের সদস্যদের তালিকায় বর্তমানে রয়েছেন বিএস ইয়েদুরাপ্পা, সর্বানন্দ সোনওয়াল, সুধা যাদব, কে লক্ষ্মণ এবং ইকবাল সিং লালপুরা। তাছাড়া বোর্ডে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সত্যনারায়ণ জটিয়া এবং জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ। প্রসঙ্গত, দলের সংগঠন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে এই সংসদীয় বোর্ড।

এই আবহে এক অনুষ্ঠানে যোগ দিয়ে গডকরি রবিবার বলেন, ‘ব্যবহার করে ছুঁড়ে ফেলার নীতিতে লিপ্ত হবেন না। আপনি যখন কারও হাত ধরে থাকবেন, সে আপনার বন্ধু। তাহলে তাঁকে শক্ত করে ধরে রাখুন। পরিস্থিতি ভালো বা খারাপ যাই হোক না কেন তাঁকে ছাড়বেন না। শুধু উদীয়মান সূর্যের উপাসনা করবেন না এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন আনুন।’ তিনি স্মরণ করেন যে তিনি যখন ছাত্র নেতা ছিলেন, কংগ্রেস মন্ত্রী শ্রীকান্ত জিচকার তাঁকে কংগ্রেসে যোগ দিতে বলেছিলেন। কিন্তু তিনি বিজেপিকে বেছে নিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি শ্রীকান্তকে বলেছিলাম, আমি কুয়োতে ঝাঁপ দিয়ে মরব কিন্তু কংগ্রেসে যোগ দেব না, কারণ আমি কংগ্রেস পার্টির আদর্শ পছন্দ করি না।’ প্রসঙ্গত, সম্প্রতি একাধিক ‘অস্বস্তিকর’ মন্তব্যের জেরে নীতিন গডকড়ির উপর কিছুটা বিরক্ত ছিল দল। এই আবহে রাষ্ট্রীয় সেবক সংঘের অনুমতিতেই নীতিনকে বোর্ড থেকে সরানো হয় বলে জানা গিয়েছে।

বন্ধ করুন