সদ্য তিনি সোজাসাপটা ভাষায় জানিয়েছেন,'মাখন লাগাতে পারব না, কাজ পছন্দ হলে ভোট দিন, কাজ পছন্দ না হলে খারিজ করুন।' কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ির এই বার্তার পর থেকে তাঁকে ঘিরে আলোচনা চলছিলই। এদিকে, তারই মাঝে একটি মিডিয়া রিপোর্ট ঘিরে জল্পনা শুরু হয়েছিল নিতিন গডকড়ির অবসরের সম্ভাবনা নিয়ে। সেই সমস্ত জল্পনাকে এদিন নস্যাৎ করে দিলেন গডকড়ি।
মহারাষ্ট্রের রত্নগিরিতে মিডিয়ার মুখোমুখি হয়ে নিতিন গডকড়ি বলেন,'আমার রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনও সম্ভাবনা নেই।' তিনি বলেন, সংবাদ পরিবেশনের বিষয়ে মিডিয়াকে আরও দায়িত্বশীল হতে হবে সাংবাদিকতা নিয়ে। উল্লেখ্য, মিডিয়া রিপোর্ট ঘিরেই তাঁর অবসরের এই জল্পনা তৈরি হয়েছিল বলে জানা যায়। এদিকে, শুক্রবার এর আগে কেন্দ্রীয় সড় পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি মুম্বই গোয়া হাইওয়ে নির্মাণের কাজের তদারকি করেন আকাশপথে। গোটা কর্মকাণ্ডের পর্যালোচনা করেন তিনি। উল্লেখ্য, এই হাইওয়ে হল ৬৬ নম্বর হাইওয়ে। যা ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। জনসাধারণের জন্য ওই রাস্তা খুলে যেতে চলেছে ২০২৪ সালের জানুয়ারিতেই। তিনি জানান, মুম্বই গোয়া হাইওয়ে ১০ টি প্যাকেজ সম্বলিতভাবে তৈরি হবে। তারমধ্যে সিন্ধদুর্গ জেলায় ২ টি প্যাকেজ কার্যত সম্পূর্ণ হয়েছে। ৯৯ শতাংশ কাজ হয়ে গিয়েছে এই দুই প্যাকেজের ক্ষেত্রে। মোট ৫ টি প্যাকেজ রয়েছে রত্নাগিরি জেলায়। এই প্যাকেজগুলির যথাক্রমে ৯২ ও ৯৮ শতাংশ কাজ হয়ে গিয়েছে।
('একজন অশিক্ষিত প্রধানমন্ত্রী দেশের জন্য ভয়ঙ্কর', খোঁচা কেজরিওয়ালের )
( 'আমাদের ক্রাচের দরকার নেই', রাহুল ইস্যুতে কপিল সিবালের টুইটে কোন ইঙ্গিত?)
বাকি কাজ চলছে। নিতিন গডকড়ি জানান, নতুন কন্ট্রাক্টরকে নিযুক্ত করে ওই কাজ করা হচ্ছে। তিনি জানান প্যানভেল-ইন্দ্রপুর ফেজের কাজেও কাজে মন্থর গতি এসেছিল কিছু পরিবেশগত ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে। তবে এখন সেই সমস্ত বাধা দূর হয়েছে। মুম্বই গোয়া ন্যাশনাল হাইওয়ের গোয়া থেকে মুম্বই অংশের গোয়ার দিকের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। উল্লেখ্য কঙ্কর এলাকায় এই হাইওয়ে একটি বড় দিক হয়ে উঠতে পারে পর্যটনের ক্ষেত্রে। এছাড়াও, শিল্পপ্রধান এলাকাগুলিকে সংযুক্ত করার জন্য এমন একটি সড়ক থাকায় শিল্পের উন্নয়নও বাড়বে বলে মন্ত্রী জানান। উল্লেখ্য, এদিন নতুন করে ১৫ হাজার কোটি টাকার একটি নতুন তিনটি প্রকল্পের ঘোষণা করেন নিতিন গডকড়ি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup