বাংলা নিউজ > ঘরে বাইরে > Nitin Gadkari: নীতিন গড়করির থেকে ৩২০০০ কোটি 'পাওনা' বিজেপি নেতা অনিল ফিরোজিয়ার! কী জানালেন সাংসদ?

Nitin Gadkari: নীতিন গড়করির থেকে ৩২০০০ কোটি 'পাওনা' বিজেপি নেতা অনিল ফিরোজিয়ার! কী জানালেন সাংসদ?

নীতিন গড়করি। (PTI Photo/Kamal Kishore) (PTI)

মধ্যপ্রদেশের এক সভায় উজ্জয়িনীর সাংসদ অনিল ফিরোজিয়ার চেহারা নিয়ে মন্তব্য করেছিলেন নীতিন গড়করি। তিনি বলেছিলেন, যদি অনিল ফিরোজিয়া ওজন কমান, তাহলে প্রতি কেজি ওজন কমানোর জন্য নীতিন গড়করি তাঁকে ১০০০ কোটি টাকা দেবেন। তখন অনিল ফিরোজিয়ার ওজন ছিল ১৩৫ কেজি। আর বর্তমানে তাঁর ওজন ৯৩ কেজি। তিনি মোট ৩২ কেজি ওজন ঝরিয়েছেন।

বিজেপির মধ্যপ্রদেশের সাংসদ অনিল ফিরোজিয়া ফের মনে করিয়ে দিলেন যে  এখনও নীতিন গড়করির কাছে ৩২০০০ কোটি টাকা তাঁর পাওনা রয়েছে। শুনে অবাক লাগলেও, এই গোটা ঘটনা একটি চ্যালেঞ্জকে কেন্দ্র করে। যা কার্যত হালকা চালে করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। আর তার জেরেই মধ্যপ্রদেশের এই সাংসদ নতুন করে টাকার দাবির কথা মনে করিয়ে দিলেন।

মধ্যপ্রদেশের এক সভায় উজ্জয়িনীর সাংসদ অনিল ফিরোজিয়ার চেহারা নিয়ে মন্তব্য করেছিলেন নীতিন গড়করি। তিনি বলেছিলেন, যদি অনিল ফিরোজিয়া ওজন কমান, তাহলে প্রতি কেজি ওজন কমানোর জন্য নীতিন গড়করি তাঁকে ১০০০ কোটি টাকা দেবেন। তখন অনিল ফিরোজিয়ার ওজন ছিল ১৩৫ কেজি। আর বর্তমানে তাঁর ওজন ৯৩ কেজি। তিনি মোট ৩২ কেজি ওজন ঝরিয়েছেন। আর তা ঘিরেই এবার ফিরোজিয়া ৩২০০০ কোটি টাকার দাবি করছেন। উল্লেখ্য, এর আগেও ফিরেজিয়া এই ইস্য়ুতে সরব হন। এবার তিনি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন যে নীতিন গড়করির সঙ্গে তাঁর কথা হয়েছে। আর তিনি জানিয়েছেন, ফিরোজিয়ার ওজন কমের ঘটনায় তিনি খুশি। উজ্জয়িনীর উন্নয়নের জন্য একাধিক অনুমোদনও করেছেন গড়করি।

তবে প্রশ্ন হল, আদৌ কি ৩২০০০ কোটি টাকা পেতে চলেছেন ফিরোজিয়া? মজার ছলে সভায় তাঁর ওজন নিয়ে বক্তব্য রাখার পর এবার ফিরোজিয়াকে ঘিরে গড়করি কী করেন তার দিকে তাকিয়ে রয়েছে সকলে। ফিরোজিয়া বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আসা ‘ফিট ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হয়ে ভোর ৫.৩০ তে উঠে যাবতীয় ব্যায়াম ও ডায়েট মেনে চলে তিনি এই বিশাল অঙ্কের ওজন কমাতে সম্ভবপর হন। যার প্রভাব এখন তিনি পাচ্ছেন।   

 

 

 

 

 

 

বন্ধ করুন