বাংলা নিউজ > ঘরে বাইরে > ২০২৩ সালে নীতীশ যাবেন দিল্লি, CM হবেন তেজস্বী, ইঙ্গিত RJD নেতার

২০২৩ সালে নীতীশ যাবেন দিল্লি, CM হবেন তেজস্বী, ইঙ্গিত RJD নেতার

নীতীশ কুমার ও তেজস্বী যাদব (ANI) (HT_PRINT)

আরজেডির তরফ থেকে বার বার বলা হচ্ছে নীতীশ কুমার জাতীয় রাজনীতিতে গেলে সবরকমভাবে তাঁরা পাশে থাকবেন। প্রশ্ন উঠছে তবে কি লালুপুত্রের জন্য রাস্তা পরিস্কারের উদ্যোগ নিচ্ছে আরজেডি?

অনির্বান গুহরায়

বিহারে আরজেডি প্রেসিডেন্ট জগদানন্দ সিং। বৃহস্পতিবার তিনি ইঙ্গিত দিলেন নীতীশ কুমার ২০২৩ সালে তেজস্বী যাদবের হাতে মুখ্যমন্ত্রীত্বের ভার দিতে পারেন। এরপর তিনি জাতীয় রাজনীতিতে মনোনিবেশ করবেন। ২০২৩ সাল থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে যাবে।

হিন্দুস্তান টামসকে তিনি ফোনে জানিয়েছেন, ২০২৪ সালের সংসদ নির্বাচনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বড় ভূমিকা নেবেন।প্রস্তুতি শুরু হবে ২০২৩ সাল থেকেই। স্বাভাবিকভাবে উপমুখ্যমন্ত্রীই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। কারণ নীতীশ কুমার প্রধানমন্ত্রীর পদের জন্য় লড়াই করতে দিল্লিতে যাবেন।

এদিকে বিহারের বর্তমান সরকারের মেয়াদ ২০২৫ পর্যন্ত। জগদানন্দ সিং লালুপ্রসাদের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। ইতিমধ্যেই তিনি দিল্লিতে জানিয়েছেন, নীতীশ কুমার জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা নিচ্ছেন। তিনি সাফ জানিয়ে দেন তেজস্বীর হাতেই দায়িত্ব দিয়ে তিনি দিল্লি যাবেন।তাঁর মতে দেশ নীতীশ কুমারের জন্য অপেক্ষা করছে আর বিহার তেজস্বীর জন্য় অপেক্ষা করছে। ব্যাটন তুলে দেবেন নীতীশ কুমার। এমনটাই আশা করা হচ্ছে।

এদিকে আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি এর আগে জানিয়েছিলেন, ২০২৫ সালে একটা আশ্রম খুলতে পারেন নীতীশ কুমার। এরপর তিনি তেজস্বী যাদবকে দায়িত্ব দেবেন সিএম পদে। এদিকে আরজেডির তরফ থেকে বার বার বলা হচ্ছে নীতীশ কুমার জাতীয় রাজনীতিতে গেলে সবরকমভাবে তাঁরা পাশে থাকবেন। প্রশ্ন উঠছে তবে কি লালুপুত্রের জন্য রাস্তা পরিস্কারের উদ্যোগ নিচ্ছে আরজেডি?

বন্ধ করুন