অন্য কোনও দেশের মাটি দখল করার কোনও অভিযোগ চিনের বিরুদ্ধে নেই। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাম নেতা মানিক সরকার রবিবার এই দাবি করেছেন। এদিকে মাসখানেক আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছিলেন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা মোতায়েন না করা নিয়ে যে দ্বিপাক্ষির চুক্তি রয়েছে তা বেজিং মানতে চায়নি। এর জেরেই সমস্যা দেখা দেয়। অন্য়দিকে পূর্ব লাদাখের সমস্যার জন্য ভারতকে দায়ী করেছিল চিন। আর তার এক মাসের মধ্যেই মুখ খুললেন সিপিএম নেতা মানিক সরকার।
ট্রাইবাল ইয়ুথ ফেডারেশনের ১৬ তম কেন্দ্রীয় কনফারেন্সে তিনি বলেন, 'চিন অন্য কোনও দেশের জায়গা দখল করে নিয়েছে ও তার উপর বসে রয়েছে এমন কোনও অভিযোগ কোথাও নেই। আমি দেখছিলাম একজন কমরেড সীমান্ত নিয়ে আলোচনা করছিলেন একটা আন্তর্জাতিক কনফারেন্সে।' পাশাপাশি তাঁর বক্তব্যে মানিক সরকার জানিয়েছেন, ‘১৯৬০ সালে চিন ভারতে এসেছিল ঠিক কথাই, কিন্তু এই দেশ ছেড়ে চলেও গিয়েছিল। বিনোবা ভাবে যিনি কমিউনিস্ট ছিলেন না তাঁর কথা আপনি যদি শোনেন, তিনি বলেছিলেন, ১৯৬০ সালের পরে চিনকে কেউ থামাতে পারেনি। তারা শক্তি দেখিয়েছে। কিন্তু সেটা দখল করার জন্য নয়। তারা শক্তির প্রমাণ দিয়েছে। আবার ফিরেও গিয়েছে।’ পরে অবশ্য তাঁর বক্তব্যে মানিক সরকার বিজেপি সরকারকে একহাত নেন।