সপ্তর্ষি দাস
কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু এক্সিট পোল নিষিদ্ধকরণের প্রস্তাবকে কার্যত খারিজ করে দিলেন। তিনি জানিয়ে দিয়েছেন এই ধরনের প্রস্তাবকে মান্যতার কোনও ব্যাপার নেই।
লোকসভার প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন উঠেছিল এক্সিট পোল বা ওপিনিয়ন পোলের উপর কি নিষেধাজ্ঞা জারি করা হবে?মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যাওয়ার পরে কি ভোট সমীক্ষা করা যাবে?
এনিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন,ওপিনিয়ন পোলকে নিষিদ্ধ করার কোনও প্রস্তাবকে গ্রহণ করা হয়নি। তবে অবাধ ও নির্বিঘ্নে নির্বাচনের জন্য যে কোনও এক্সিট পোলের উপর নিয়ন্ত্রণ রয়েছে। ভোটের দিন ঘোষণার দিন থেকে ভোট শেষ হওয়ার আধঘণ্টা পর্যন্ত এই ধরনের এক্সিট পোল করা যাবে না।
এদিকে নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার সময় থেকে ভোট হওয়া পর্যন্ত ওপিনিয়ন পোল বন্ধ করার জন্য একটি দাবি ছিল।আসলে এই সম্ভাব্য ভোট নিয়ে একটা ধারনা দেওয়া নিয়ে সবসময়ই বিতর্ক থেকেই যায়। সেই সঙ্গেই এটা অনেকের কাছেই কৌতুহলের। তবে বর্তমানে যে আইন রয়েছে তাতে ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে শেষ পর্বের ভোট হওয়া পর্যন্ত এই ধরনের সম্ভাব্য ভোট নিয়ে কোনও কিছু প্রকাশ করা যায় না। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ।
এদিকে অতীতের দিকে তাকালে দেখা যায় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একাধিক এক্সিট পোল বা ওপিনিয়ন পোল একেবারেই মেলেনি। এই ওপিনিয়ন পোল নিয়েও নানা বিতর্ক থেকেই গিয়েছে। একাধিক সমীক্ষা মেলেও নি। আবার এই ধরনের সমীক্ষার জেরে অনেক সময় ভোটারদের প্রভাবিত করার প্রবনতাও থাকে বলে মনে করা হয়।