দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের আকাল দেখা গিয়েছিল। অক্সিজেনের অভাবে বহু মৃত্যুর ঘটনাও সামনে এসেছিল। যদিও কেন্দ্রীয় সরকার সংসদে দাবি করেছিল যে অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর সংখ্যা নগন্য। এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার বৃহস্পতিবার বিধান পরিষদে বলে যে এই বছরের এপ্রিল এবং মে মাসের মধ্যে কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময় রাজ্যে অক্সিজেনের অভাবের কারণে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
উত্তরপ্রদেশ সরকার আরও জানায় যে ভাইরাসে মারা যাওয়া ২০ হাজারেরও বেশি লোকের মৃত্যুর শংসাপত্রে ‘অক্সিজেনের অভাবে মৃত্যুর’ উল্লেখ নেই। স্বাস্থ্যমন্ত্রী জয় প্রতাপ সিং প্রশ্নোত্তরের সময় কংগ্রেসের আইন পরিষদের সদস্য দীপক সিংয়ের প্রশ্নের জবাবে বলেন, ‘রাজ্যে অক্সিজেনের অভাবে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।’
এর আগে উত্তরপ্রদেশ বিধান পরিষদে কংগ্রেস সদস্য দীপক সিং বলেন, ‘অনেক মন্ত্রী চিঠি লিখেছেন যে রাজ্যে অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে। এমন অভিযোগও করেছেন একাধিক সংসদ সদস্য। অক্সিজেনের অভাবে বহু মৃত্যুর ঘটনা সামনে এসেছে। সমগ্র রাজ্যে এই মৃত্যুর বিষয়ে সরকারের কাছে কি কোনও তথ্য আছে? সরকার কি দেখেনি গঙ্গায় লাশ ভাসছে আর অক্সিজেনের অভাবে মানুষ কত দুর্ভোগে ছিল?’
এদিকে সরকারের দাবি খণ্ডন করে সমাজবাদী পার্টির বিধান পরিষদ সদস্য এবং রাজ্যের মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী বলেন, ‘সরকার ছাড়া সবাই কোভিড মৃত্যুর পিছনের সত্যটি জানে। এই সরকার সচেতন নয়।’