বাংলা নিউজ > ঘরে বাইরে > Rail Concession for Senior Citizens: ট্রেনের টিকিটে প্রবীণদের জন্য ছাড় কি ফিরছে? স্পষ্ট করলেন রেলমন্ত্রী, 'বাজাও তালি'!

Rail Concession for Senior Citizens: ট্রেনের টিকিটে প্রবীণদের জন্য ছাড় কি ফিরছে? স্পষ্ট করলেন রেলমন্ত্রী, 'বাজাও তালি'!

ট্রেনের টিকিটে প্রবীণদের জন্য ছাড় কি ফিরছে? স্পষ্ট করলেন রেলমন্ত্রী, 'বাজাও তালি'!(ছবিটি প্রতীকী, সৌজন্যে Eastern Railways)

প্রবীণ নাগরিকদের জন্য টিকিটে ছাড় ফিরছে না। স্পষ্ট করে দিলেন রেলমন্ত্রী। কারণটা জেনে নিন 

একটা সময় দূরপাল্লার ট্রেনে সিনিয়র সিটিজেন ও স্পোর্টস সিটিজেনদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা ছিল। যার জেরে তাঁদের টিকিট কিছুটা সস্তা হত। সবথেকে সুবিধা হত সিনিয়র সিটিজেনদের। ২০২০ সালের মার্চ মাসের আগে এই ব্যবস্থা চালু ছিল। তবে তারপর এই ছাড় তুলে দেওয়া হয়। এদিকে সেই ছাড়ের বিষয়টি ফের ফিরিয়ে আনা হবে কি না তা নিয়ে নানা জল্পনা চলছিল। এমনকী বিভিন্ন মহল থেকে এনিয়ে দাবিও তোলা হয়েছে অতীতে। তবে এবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে গোটা বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে।

রাজ্যসভার এমপি ( শিবসেনা ইউবিটি) প্রিয়াঙ্কা চতুর্বেদী এনিয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন।

তিনি প্রশ্ন করেছিলেন, ১) ২০২০ সালের মার্চ মাসের আগে সিনিয়র সিটিজেন ও স্পোর্টস সিটিজেনদের জন্য যে ছাড় ছিল সেটা কি এখনও আছে?

২) যদি সেটা হয়ে থাকে তবে কবে থেকে সেটা চালু হল সেই তারিখটা জানাতে হবে।

৩) যদি না থাকে তবে সেটা আগামী দিনে হবে কি না সেটা জানাতে হবে।

৪) যদি সেটা হয়ে থাকে তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী সেটা জানাতে হবে।

৫) কেন তাদের এই সিদ্ধান্ত সেটাও জানাতে হবে।

সেই প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিয়েছেন, রেলমন্ত্রক সকলের সাধ্যের মধ্য়ে যাতে পরিষেবা পাওয়া যায় সেজন্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গেই রেল ৫৬,৯৯৩ কোটি ভর্তুকি দিয়েছে যাত্রীদের টিকিটে। ২০২২-২৩ আর্থিক বছরে এই ভর্তুকি দেওয়া হয়েছে। এই পরিমাণ ছাড়ের অর্থ হল গড়ে প্রায় ৪৬ শতাংশ সমস্ত যাত্রীদের টিকিটে ছাড় দেওয়া হয়। এই ছাড় সমস্ত যাত্রীদের ক্ষেত্রে লাগু করা রয়েছে। তবে এই ভর্তুকি ছাড়াও একাধিক ক্যাটাগরিতে ছাড়ের ব্যবস্থা রয়েছে। বিশেষভাবে সক্ষম এমন চার ক্যাটাগরির ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা রয়েছে, ১১ ধরনের রোগী, ৮ ধরনের পড়ুয়ার ক্ষেত্রে এই ছাড়ের ব্যবস্থা রয়েছে।

তাহলে মোদ্দা কথা হল প্রবীণদের জন্য রেলের টিকিটে আগে যে ছাড় ছিল সেটা আর থাকছে না। সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখানেই সাধারণ যাত্রীদের তরফে প্রশ্ন উঠছে আগে রেলদফতর ছাড় দিতে পারত। আর এখন সেটা কেন দিতে পারছে না। আগেও তো ভর্তুকি দিত সকলকেই। তার উপর প্রবীণদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা ছিল। সেটা কেন বন্ধ করা হল?

প্রিয়াঙ্কা চতুর্বেদী লিখেছেন, চলিয়ে বাজাও তালি!

 

পরবর্তী খবর

Latest News

AIFF-এর বড় উদ্যোগ! টাস্ক ফোর্সের রিপোর্ট পাওয়ার পরেই আই লিগ নিয়ে সিদ্ধান্ত বিপক্ষ দলের হাডলে ঢুকে ‘ব্যোমকেশগিরি’ ঋষভ পন্তের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো দলেরই সাংসদ পেতেন না মমতার টাইম! কয়েক মাস আলাদাভাবে দেখা হয়নি, দাবি জহরের ‘ধর্ষিতা ও খুন হওয়া মেয়েটি…’! আরজি কর নিয়ে ‘ফোঁস’ কল্যাণের, পালটা আক্রমণ সোহিনীর খাস কলকাতায় মেক আপ শেখানোর প্রতিষ্ঠানে মডেলকে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ জেএনএম থেকে এমবিবিএস পাশ করেন নির্যাতিতা, সেখানের দুর্নীতিতে অভীকের নাম উঠছে!‌ 'অনেকসময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার বাতিল হওয়া ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কিনে নেবে ওয়েবেল, দাম কেমন পাবেন?কাজও মিলবে চিকিৎসক খুনের রাতে হচ্ছিল পার্টি? আরজি করের ডিউটি রোস্টার চেয়ে তদন্তে CBI মমতাকে লেখা জহরের বিস্ফোরক চিঠির 'পয়েন্টের' সঙ্গে সহমত কুণালও! তবে কি এবার…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.