গত তিনবছরে চিন ও ভুটান সীমান্তে কোনও অনুপ্রবেশের ঘটনা হয়নি। মঙ্গলবার সংসদে একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সাংসদ চিরাগ পাসওয়ান এনিয়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন। সীমান্ত এলাকায় একাধিক অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে বলে তিনি দাবি করেছিলেন। সেক্ষেত্রে একেবারে লিখিত জবাবে নিশীথ প্রামাণিক জানিয়েছেন, পাকিস্তান সীমান্তে ১২৮টি অনুপ্রবেশের রিপোর্ট, ১৭৮৭টি বাংলাদেশ বর্ডারে, ২৫টি নেপাল সীমান্তে ১৩৩টি মায়ানমার সীমান্তে । তবে ভুটান ও চিন সীমান্তে একটিও অনুপ্রবেশের রিপোর্ট নেই। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী তথা দিনহাটার সাংসদ নিশীথ প্রামাণিক জানিয়েছেন, আইন মেনে সংশ্লিষ্ট রাজ্যে সরকারের সঙ্গে সমণ্বয় রেখে সীমান্ত রক্ষী বাহিনী ও অন্যান্য বাহিনী বিষয়গুলি খতিয়ে দেখছে।
এদিকে অনুপ্রবেশ রুখতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে সেব্যাপারেও প্রশ্ন করা হয়েছিল। সেক্ষেত্রে সরকার কোনও মনিটরিং টিম করবে কি না সেটাও জানতে চাওয়া হয়েছিল? তবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সীমান্ত রক্ষী বাহিনী সহ অন্যান্য বাহিনী অনুপ্রবেশ রুখতে যথেষ্ট তৎপর। পাশাপাশি তিনি জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া. ফ্লাড লাইট বৃদ্ধি করা, পেট্রলিং ও নাকার ব্যবস্থা করা, বিভিন্ন আধুনিক সামগ্রী যেমন নাইট ভিশন ডিভাইস, হ্যান্ড হেল্ড থার্মাল ইমেজার ব্যবহারের উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে।