বাংলা নিউজ > ঘরে বাইরে > কাশ্মীরে পাথর ছুঁড়লে মিলবে না চাকরি-পাসপোর্ট, ঘোষণার পর পুলিশকে পালটা তোপ ওমরের

কাশ্মীরে পাথর ছুঁড়লে মিলবে না চাকরি-পাসপোর্ট, ঘোষণার পর পুলিশকে পালটা তোপ ওমরের

ফাইল ছবি : এএনআই

পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পথে জম্মু ও কাশ্মীর পুলিশ।

পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পথে জম্মু ও কাশ্মীর পুলিশ। পুলিশের সিআইডি-র তরফে জানানো হয়েছে যে এখন থেকে যেসকল ব্যক্তি পাথ ছোঁড়া বা অন্য কোনও অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত থাকবে, তাদেরকে চাকরির ছাড় বা পাসপোর্ট দেওয়া হবে না। পুলিশের এহেন ঘোষণাকে বিজেপি স্বাগত জানালেও পালটা তোপ দেগেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

জম্মু ও কাশ্মীর পুলিশের সিআইডি-র এসএসপি একটি নির্দেশিকা জারি করেন যাতে লেখা, 'কাশ্মীরের সব সিআইডি ইউনিটকে এখন থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে বা সরকারি প্রকল্পের ভেরিফিকেশ চাকরির ছাড়পত্রের ভেরিফিকেশনের ক্ষেত্রে দেখে নেওয়া হয় যাতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পাথর নিক্ষেপের অভিযোগ নেই বা অন্য কোনও অপরাধমূলক মামলা নেই। যদি তা থাকে তাহলে ছাড়পত্র যাতে না দেওয়া হয়।'

পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয় যে ভেরিফিকেশনের ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ, ছবি, ভিডিয়ো এবং অডিয়ো ক্লিপ বা পুলিশ, নিরাপত্তা বাহিনীর রেকর্ডে থাকা কোয়াডকপ্টার ইমেজ খতিয়ে দেখা হবে। সিআইডি-র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গেরুয়া শিবির। জম্মু ও কাশ্মীর ইউনিটের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না বলেন, 'দেশদ্রোহী শক্তি এখানে অপরাধ করে পাসপোর্টের সাহায্যে পাকিস্তানে পালিয়ে যায়। অনেকে আবার সরকারি চাকরিতে ঢুকে যায় অপরাধমূলক রেকর্ড থাকা সত্ত্বেও। তবে নয়া পদক্ষেপ ভালো। তাতে এই সব ঘটনা কমবে।'

এদিকে পুলিশের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লা। তাঁর বক্তব্য, আমার বিরুদ্ধেও ভুলভাল রিপোর্ট তৈরি করে আমাকে দেড় বছর বন্দি রাখা হয়েছিল। আদালতে সেই রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। পুলিশ যদি ভুল রিপোর্ট তৈরি করে তা কীভাবে কোনও অপরাধের প্রমাণ হতে পারে। আইনের চোখে অপরাধী হলে তবে একজন অপরাধী।

 

বন্ধ করুন