ধর্মের নিরিখে সংরক্ষণের কোনও প্রশ্নই নেই। সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার লোকসভায় ভাষণের সময় দেশের সামনে ১১টি সংকল্প তুলে ধরার সময় প্রধানমন্ত্রী জানিয়ে দেন, যাঁরা এখন সংরক্ষণের আওতায় আছেন, তাঁদের থেকে সেই সুবিধা কেড়ে নেওয়া হবে না। যাঁরা সংরক্ষণ পাচ্ছেন, তাঁরা তা পাবেন। কিন্তু ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হবে না বলে স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ১১টি সংকল্পের প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সংকল্প নিয়ে এগিয়ে চললে দেশ সাফল্য পাবেই। দেশের মানুষ, দেশের যুব সম্প্রদায়, দেশের নারীশক্তির প্রতি তাঁর আস্থা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আশ্বাস দিয়েছেন যে ২০৪৭ সালে ভারত যখন স্বাধীনতা শততম বর্ষ উদযাপন করবে, তখন উন্নত দেশে পরিণত হবে।
কোন ১১টি সংকল্পের কথা বললেন প্রধানমন্ত্রী?
১) নাগরিক বা সরকার হোক - প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করবে।
২) প্রতিটি ক্ষেত্র, প্রতিটি সমাজ যেন বিকশিত হয় - সবকা সাথ, সবকা বিকাশ।
৩) দুর্নীতির প্রতি জিরো টলারেন্স। দুর্নীতিবাজের সামাজিক স্বীকৃতি না থাকা।
৪) দেশকে আইন, দেশের নিয়ম, দেশের পরম্পরা পালনের ক্ষেত্রে দেশের মানুষের গর্ববোধ করা উচিত।
৫) গোলামির মানসিকতা থেকে মুক্তি পেতে হবে। দেশের ঐতিহ্যের প্রতি গর্ববোধ করতে হবে।
৬) দেশকে রাজনীতিকে পরিবারতন্ত্র থেকে মুক্তি দিতে হবে।
৭) সংবিধানকে সম্মান করতে হবে। রাজনৈতিক স্বার্থের জন্য সংবিধানকে যেন হাতিয়ার না করা হয়।
৮) যাঁদের সংরক্ষণ দেওয়া হচ্ছে, তাঁদের সংরক্ষণ যেন কেড়ে না নেওয়া হয়। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রদানের ক্ষেত্রে যে চেষ্টা করা হবে, তাতে ইতি টানতে হবে।
৯) মহিলাদের নেতৃত্বে উন্নয়নের ক্ষেত্রে ভারত যেন বিশ্বের সামনে উদাহরণ হয়ে ওঠে।
১০) রাজ্যের বিকাশ থেকে রাষ্ট্রের বিকাশ- এটাই আমাদের উন্নয়নের মন্ত্র।
১১) 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'- সেটাই যেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নয়।
ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রদান করা যায় না, বলেছে সুপ্রিম কোর্ট
আর মোদী যে অষ্টম সংকল্পের কথা বলেছেন, সেটার একাংশ দিনকয়েক আগেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে। পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা ওবিসি মামলায় শীর্ষ আদালত মৌখিকভাবে জানায় যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ প্রদান করা যায় না। সুপ্রিম কোর্টের সেই পর্যবেক্ষণের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয় যে ধর্মের ভিত্তিতে কাউকে সংরক্ষণ প্রদান করা হয়নি।