বাংলা নিউজ > ঘরে বাইরে > শিবসেনার নাম, প্রতীক ব্য়বহার করতে পারবে শিন্ডে গোষ্ঠী, স্থগিতাদেশ দিল না আদালত

শিবসেনার নাম, প্রতীক ব্য়বহার করতে পারবে শিন্ডে গোষ্ঠী, স্থগিতাদেশ দিল না আদালত

উদ্ধব ঠাকরে ও একনাথ শিন্ডে

মহারাষ্ট্রে ক্ষমতা দখল নিয়ে শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যে মারাত্মক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত মহারাষ্ট্রের ক্ষমতা যায় শিন্ডে গোষ্ঠীর হাতে। এদিকে শিবসেনা থেকে ভেঙেই আলাদা গোষ্ঠী তৈরি করেছিলেন শিন্ডে।

মহারাষ্ট্রের রাজনীতিতে বড় খবর। সম্প্রতি শিবসেনার শিন্ডে গ্রুপকেই দলের নাম ও প্রতীক ব্য়বহারের অনুমতি দিয়েছিল নির্বাচন কমিশন। তবে বুধবার সুপ্রিম কোর্ট এই নির্দেশে স্থগিতাদেশ দিল না। ঠাকরে গ্রুপের পক্ষ থেকে কমিশনের নির্দেশে স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছিল। তবে আদালতে বড় ধাক্কা খেল উদ্ধব ঠাকরে গোষ্ঠী। 

আগামী দু সপ্তাহের মধ্যে আদালত শিন্ডে গ্রুপের কাছ থেকে জবাব চেয়েছে।

এদিকে মহারাষ্ট্রে ক্ষমতা দখল নিয়ে শিবসেনার দুই গোষ্ঠীর মধ্যে মারাত্মক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত মহারাষ্ট্রের ক্ষমতা যায় শিন্ডে গোষ্ঠীর হাতে। এদিকে শিবসেনা থেকে ভেঙেই আলাদা গোষ্ঠী তৈরি করেছিলেন শিন্ডে। এরপর বিজেপির সহযোগিতায় মহারাষ্ট্রে সরকার তৈরি করেছিল শিন্ডে গোষ্ঠী। কিন্তু প্রশ্ন ওঠে শিন্ডে কি শিবসেনা নামটি ভোটের সময় ব্য়বহার করতে পারবেন? তিনি কি শিবসেনার প্রতীক ব্য়বহার করতে পারবেন? 

তবে সম্প্রতি কমিশন শিন্ডে গোষ্ঠীর পক্ষেই সম্মতি জানিয়েছিল। এদিকে সেই সময় উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, এই ধরনের সিদ্ধান্তের মাধ্য়মে প্রতীক চুরি করা হল।এটা গণতন্ত্রের হত্যা। এরপর দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় ঠাকরে গোষ্ঠী। মূলত কমিশনের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ার আবেদন করা হয়। কিন্তু সেই আবেদন শেষ পর্যন্ত ধোপে টেকেনি আদালতে। 

এদিকে সূত্রের খবর, শিবসেনার প্রতীক হল তির-ধনুক। সেই তির ধনুক প্রতীকের ব্যবহারের ক্ষেত্রে কোনও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি আদালত।

এদিকে শিন্ডে গ্রুপ যাতে শিবসেনার সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারে তার জন্য়ও উদ্ধব ঠাকরের গ্রুপ কোর্টে আবেদন করেন। কিন্তু এনিয়ে কিছু শুনতে চায়নি আদালত। 

তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি বিএস নরসিংহ ও জেবি পর্দিওয়ালা উদ্ধব ঠাকরের গ্রুপকে জ্বলন্ত টর্চ প্রতীক ব্যবহারের অনুমতি দিয়েছে। এদিকে শিন্ডে গ্রুপ ইতিমধ্যেই তাদের আসল শিবসেনা হিসাবে দাবি করা শুরু করেছেন।এনিয়েও আপত্তি জানিয়েছেন উদ্ধব ঠাকরের গোষ্ঠী। 

এদিকে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্প্রতি দলের মিটিংয়ে ঘোষণা করেছেন,শিন্ডে দলের প্রধান নেতা। তাঁর হাতেই মূল ক্ষমতা থাকবে। দল বিরোধী কোনও কার্যকলাপ হলে তা কড়়া হাতে দমন করার জন্য শৃঙ্খলা কমিটিও গঠন করা হয় দলে অন্দরে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ভারতের কড়া বার্তার পরই মন্দিরে ছুট মহম্মদ ইউনুসের, মুকুটচুরি ও বোমার বিচার হবে UEFA Nations League: লেওয়ানডোস্কির পোল্যান্ডকে ৩-১ হারাল পর্তুগাল, জিতল স্পেন ‘‌কার্নিভাল বয়কট করে বার্তা দিন’‌, আহ্বান শুভেন্দুর ‘‌রাগ কেন?‌’‌ পাল্টা কুণাল আলিয়ার কেরিয়ারে সবচেয়ে খারাপ বক্স অফিস ওপেনিং ‘জিগরা’-র, কী কারণ হতে পারে? ভিডিয়ো: এ কেমন শট! সঞ্জু স্যামসনের এই ছক্কা দেখে অবাক হয়ে গেলেন রবি শাস্ত্রী এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, মাথা ফাটল রোগীর আত্মীয়ের অধিনায়কত্ব চলে গিয়েছে, তবুও ম্যাচের সেরা হয়ে ক্যাপ্টেন সূর্যের প্রশংসা হার্দিকের ফালতু না বকে প্রমাণ দিন, খলিস্তানি নিজ্জরের খুন নিয়ে কানাডাকে কড়া বার্তা ভারতের হরিয়ানায় ইভিএমে অসঙ্গতি, নির্বাচন কমিশনের অভিযোগ ২০ জন কংগ্রেস প্রার্থীর বাদ পড়তে পারেন বাবর আজম! কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তানের নির্বাচক কমিটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.