বাংলা নিউজ > ঘরে বাইরে > No new tax in GST Council Meeting 2022: চাপছে না নয়া কর, GST পরিষদের বৈঠক শেষে জানালেন সীতারামন, অনলাইন গেমিংয়ের কী হল?

No new tax in GST Council Meeting 2022: চাপছে না নয়া কর, GST পরিষদের বৈঠক শেষে জানালেন সীতারামন, অনলাইন গেমিংয়ের কী হল?

নির্মলা সীতারামন। (ছবি সৌজন্যে পিটিআই)

GST Council Meeting 2022: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পৌরহিত্যে জিএসটি পরিষদের ৪৮ তম বৈঠক হয়। সেই বৈঠকের পর সীতারামন জানান, বাড়তি কোনও কর চাপছে না।

কোনও পণ্যের উপর নয়া কর বসানো হচ্ছে না। জিএসটি পরিষদের বৈঠকের পর এমনই দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেইসঙ্গে তিনি জানালেন, সময়ের অভাবে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়নি।

শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পৌরহিত্যে জিএসটি পরিষদের ৪৮ তম বৈঠক হয়। সেই বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, '৪৮ তম জিএসটি পরিষদের বৈঠকে কোনও পণ্যের কর বাড়ানো হচ্ছে না। কোনও নয়া কর কাঠামো চালু করা হয়নি। যে যে ক্ষেত্রে কোনও বিষয়ের ব্যাখ্যা নিয়ে ধন্দ ছিল, তা কাটানোর জন্য যাবতীয় আলোচনা হয়েছে।'

তবে শনিবারের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়নি। সেই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন জানান, সময়ের অভাবে জিএসটি পরিষদের বৈঠকে ১৫ টি বিষয়ের মধ্যে মাত্র আটটি বিষয় নিয়ে আলোচনা করা গিয়েছে। কীভাবে পান মশালা এবং গুটখার ব্যবসায় করফাঁকির বিষয়টি রোখা যায়, তা নিয়েও আলোচনা করা হয়নি। আলোচনায় ওঠেনি জিএসটির জন্য আপিল ট্রাইবুনাল গঠনের বিষয়টিও।

আরও পড়ুন: Personal Loan without IT Return: আয়কর রিটার্ন ফাইল না থাকলে মেলে না ব্যক্তিগত ঋণ? জানুন ‘পার্সোনাল লোনে’-র বিশদ

জিএসটি পরিষদের বৈঠকে আর কী কী তথ্য উঠে এসেছে? 

  • শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, জিএসটি পরিষদ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কোন শর্তে কোন গাড়ি SUV তালিকায় থাকবে। অটোমোবাইল ক্ষেত্রে কত জিএসটি পড়বে, তাও স্পষ্ট করে দিয়েছে জিএসটি পরিষদ।
  • কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, অনলাইন গেমিং এবং ক্যাসিনোর উপর জিএসটি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়নি। কারণ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী মাত্র দিনদুয়েক আগে রিপোর্ট পেশ করেছে। যে রিপোর্ট এখনও জিএসটি পরিষদের সদস্যদের মধ্যে বণ্টন করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ITR Notice: সময় মতো আয়কর রিটার্ন জমা দিয়েও হাতে পেয়েছেন নোটিশ? জেনে নিন কী করবেন?

উল্লেখ্য, 'এক দেশ, এক কর - জিএসটি' -র আমলে নিয়ে সব সিদ্ধান্ত নেয় জিএসটি পরিষদ। যে পরিষদের নেতৃত্বে আছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই পরিষদে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা থাকেন। আজ সেই পরিষদের ৪৮ তম বৈঠক ছিল। গত জুনে পরিষদের ৪৭ তম বৈঠক হয়েছিল। সেইসময় এলইডি ল্যাম্প, হিটার-সহ একাধিক পণ্যের দামের হেরফের হয়েছিল। যে নয়া হার ১৮ জুলাই থেকে কার্যকর হয়।

বন্ধ করুন