শীতের ছুটিতে সুপ্রিম কোর্টে কোনও অবকাশকালীন বেঞ্চ বসবে না। আজ শুক্রবার এ কথা জানিয়েছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে শীতের ছুটি। তা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। এই দুসপ্তাহেরও বেশি সময়ে সুপ্রিম কোর্টে কোনও অবকাশকালীন বেঞ্চ না বসলে সে ক্ষেত্রে সমস্যা হবে বলে মনে করছে আইনজীবী মহল।
বৃহস্পতিবারই রাজ্যসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেছিলেন, বিচারপ্রার্থীদের জন্য আদালতের দীর্ঘ ছুটি মোটেও সুবিধাজনক নয়। তার ঠিক পরের দিনই শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ঘোষণা তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, অবকাশকালীন বেঞ্চগুলি হল বিশেষ বেঞ্চ যা ভারতের প্রধান বিচারপতি গ্রীষ্ম এবং শীতকালীন ছুটির সময় জরুরি বিষয়ে শুনানির জন্য গঠন করেন। এই সমস্ত মামলার মধ্যে জামিন, হেবিয়াস কর্পাস এবং অন্যান্য মৌলিক অধিকার সম্পর্কিত মামলা রয়েছে।
সুপ্রিম কোর্টের বিধিমালা, ২০১৩ অনুযায়ী, প্রধান বিচারপতি গ্রীষ্মকালীন ছুটিতে বা শীতকালীন ছুটির সময় শুনানির জন্য এক বা একাধিক বিচারপতিকে নিয়োগ করতে পারেন। ছুটির সময় জরুর মামলাগুলির শুনানির জন্য ডিভিশন বেঞ্চ গঠন করতে পারেন। সুপ্রিম কোর্টের ইতিহাসে শুধুমাত্র মে-জুন পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটির সময় অবকাশকালীন বেঞ্চ বসত। শীতের ছুটির সময় অবকাশ বেঞ্চ বসত না। তবে দেশের ৪৫ তম প্রধান বিচারপতি দীপক মিশ্র রীতি ভেঙে ২০১৭ সালে শীতকালীন ছুটিতে দুটি অবকাশকালীন বেঞ্চ গঠন করেছিলেন। আজ শুক্রবার মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি মৌখিকভাবে অবকাশকালীন বেঞ্চ না বসার কথা জানান।