বাংলা নিউজ > ঘরে বাইরে > No Visa Free Entry for Indians to Serbia: নতুন বছরে ভারতীয়দের 'ভিসা ফ্রি' প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি ইউরোপের এই দেশে

No Visa Free Entry for Indians to Serbia: নতুন বছরে ভারতীয়দের 'ভিসা ফ্রি' প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি ইউরোপের এই দেশে

নতুন বছরে ভারতীয়দের 'ভিসা ফ্রি' প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি সার্বিয়ার

এর আগে ভারতীয় কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট ধারকদের বিনা ভিসায় এই দেশে ৯০ দিন পর্যন্ত থাকতে দিত সেদেশের সরকার। এদিকে সাধারণ ভারকীয় নাগরিকদের বিনা ভিসায় ৩০ দিন পর্যন্ত থাকার অনুমতি দিত দেশটি। তবে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে তা বদলে যাবে। 

পূর্ব ইউরোপের সার্বিয়াতে বর্তমানে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন ভারতীয়রা। তবে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে তা বদলে যাবে। নয়া নির্দেশিকা জারি করে ভারতীয়দের ভিসা ছাড়া দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সার্বিয়া। বেআইনি অভিভাসন সমস্যা রুখতে এবং ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিসা নীতি কার্যকর করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সার্বিয়া। এর জেরে ভারতীয় পাসপোর্ট ধারকরা নতুন বছরে আর বৈধ ভিসা ছাড়া ইউরোপের এই দেশে ঘুরতে যেতে পারবেন না।

এর আগে ভারতীয় কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট ধারকদের বিনা ভিসায় দেশে ৯০ দিন পর্যন্ত থাকতে দিত সার্বিয়া। এদিকে সাধারণ ভারকীয় নাগরিকদের বিনা ভিসায় ৩০ দিন পর্যন্ত থাকার অনুমতি দিত সার্বিয়া। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয়দের জন্য এই ভিসাহীন প্রবেশ নীতি কার্যকর করেছিল সার্বিয়ার সরকার। এদিকে নিয়ম ছিল, ভিসা ছাড়া কোনও ভারতীয় সার্বিয়াতে প্রবেশ করলে তিনি সেই দেশ থেকে ইউরোপের অন্য কোনও দেশে ভ্রমণ করতে পারবেন না। তবে এবার ভিসাহীন নীতি প্রত্যাহার করল সার্বিয়ার সরকার। এদিকে সার্বিয়ার সরকারের সিদ্ধান্তের পরই বেলগ্রেডে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে নির্দেশিকা জারি করে ভারতীয়দের নয়া নীতি সম্পর্কে অবগত করা হয়েছে।

এখন থেকে কোনও ভারতীয় সার্বিয়াতে ভ্রমণ করতে চাইলে তাঁকে দিল্লিতে অবস্থিত দূতাবাসে বিসার জন্য আবেদন জানাতে হবে। এদিকে কোনও অনাবাসী ভারতীয় যদি সার্বিয়াতে ভ্রমণ করতে চান, তাহলে তিনি যে দেশে রয়েছেন, সেই দেশে সার্বিয়ার দূতাবাসে ভিসার জন্য আবেদন জানাতে হবে। এদিকে যেসব ভারতীয়দের কাছে আমেরিকা বা ইংল্যান্ডে যাওয়ার বৈধ ভিসা রয়েছে, তারা সার্বিয়ার ভিসার জন্য আবেদন না করে এখনও যেতে পারবেন সেদেশে। এই ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন সার্বিয়ায় থাকতে পারবেন তারা। তবে সেই ক্ষেত্রে উক্ত দুই দেশের ভিসার মেয়াদের মধ্যেই সার্বিয়ায় থাকা যাবে। অপরদিকে যদি আমেরিকা বা ইংল্যান্ডে বসবাসের স্টেটাস থেকে থাকে কারও কাছে, সেই ভারতীয়ও বিনা ভিসায় সার্বিয়ায় গিয়ে ৯০ দিন কাটাতে পারবেন।

বেলগ্রেডে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে নির্দেশিকায় বলা হয়েছে, '২০২৩ সালের ১ জানুয়ারি থেকে সার্বিয়া সফররত সমস্ত ভারতীয় নাগরিকদের সার্বিয়া প্রজাতন্ত্রে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন হবে। সার্বিয়ায় ৩০ দিন পর্যন্ত থাকার জন্য সমস্ত ভারতীয় পাসপোর্টধারীদের ক্ষেত্রে আগের ভিসা-মুক্ত প্রবেশের ব্যবস্থা প্রত্যাহার করেছে সার্বিয়া সরকার। যে ভারতীয় নাগরিকরা ২০২৩ সালের ১ জানুয়ারি বা তার পরে সার্বিয়া যেতে চান, তাদের নয়াদিল্লিতে বা তাদের বসবাসরত দেশে অবস্থিত সার্বিয়ার দূতাবাসে ভিসার জন্য আবেদন জানাতে হবে।'

বন্ধ করুন