সোশ্যাল মিডিয়ার জন্য 'সুপারম্যান' সাজার চেষ্টা। আর তাই করতে গিয়ে মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। নয়ডার পার্থলা গ্রামের ঘটনা। ঘটনার সময় তার চার ছোট বোন প্রত্যক্ষদর্শী ছিল। তাদের মধ্যে একজন মোবাইলের ক্যামেরায় ভিডিয়োটি রেকর্ড করছিল। আরও পড়ুন : Tata-র এই শেয়ার করোনার সময় ৩০ টাকা ছিল, এখন ২৩৭ টাকা
ঘটনাটি গত ১৪ মে-এর। সুরজিৎ নামের ওই কিশোর কমিক বইয়ের অনুকরণে সুপারম্যান হওয়ার চেষ্টা করেছিল। তার মতোই গলায় কেপের মতো একটি কাপড় বেধেছিল সুরজিৎ। তারপর একটি কাঠের বাক্স থেকে লাফ দেয় সে। সেই সময়েই হঠাৎ বাক্সের এক প্রান্তে কাপড় আটকে যায়। তাতেই শ্বাসরোধ হয় তার।
এরপরেই ছেলেটির বোনেরা ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে মাকে ডেকে আনে তারা। সুরজিতকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে তাকে ৩০ নম্বর সেক্টরের জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
সুরজিতের পরিবারের সদস্যরা জানান, সুপারম্যানের অনুরাগী ছিল সে। প্রায়ই সেরকম সাজার চেষ্টা করত সুরজিৎ।