বাংলা নিউজ > ঘরে বাইরে > Noida Pet Dog Rule: পোষ্য কুকুরের হামলায় দুর্ঘটনা ঘটলে জরিমানা ১০ হাজার টাকা, শৌচ নিয়েও বিধি জারি নয়ডায়

Noida Pet Dog Rule: পোষ্য কুকুরের হামলায় দুর্ঘটনা ঘটলে জরিমানা ১০ হাজার টাকা, শৌচ নিয়েও বিধি জারি নয়ডায়

কুকুর নিয়ে নয়ডার বাসিন্দাদের জন্য নতুন নিয়ম।

পোষ্য কুকুর যদি কাউকে কামড়ে দেয়, তাহলে কুকুরের অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানাও দিতে হবে। এছাড়াও রেজিস্ট্রেশন না করতে পারলে তার জন্যও জরিমানা দিতে হবে বলে জানানো হয়েছে। নয়ডার প্রশাসনের চিফ এক্সিকিউটিভ অফিসার এক টুইট জানিয়েছেন, ২০২৩ সালের ১ মার্চের মধ্যে ১০ হাজার টাকার জরিমানা সংক্রান্ত নিয়ম লাগু হবে।

নয়ডা প্রশাসনের সদ্য আয়োজিত বোর্ড মিটিং-এ এক বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার এক নির্দেশে সমস্ত নয়ডাবাসীকে প্রশাসন জানিয়েছে,  যাঁদের বাড়িতে পোষ্য কুকুর রয়ছে, তাঁদের জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যে পোষ্য কুকুরের রেজিস্ট্রেশন করাতে হবে। এছাড়াও একগুচ্ছ নিয়ম লাগু করেছে প্রশাসন।

 প্রশাসনের ২০৭ তম বোর্ড মিটিংয়ে স্থির হয়েছে যে, পোষ্য কুকুর যদি কাউকে কামড়ে দেয়, তাহলে কুকুরের অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানাও দিতে হবে। এছাড়াও রেজিস্ট্রেশন না করতে পারলে তার জন্যও জরিমানা দিতে হবে বলে জানানো হয়েছে। নয়ডার প্রশাসনের চিফ এক্সিকিউটিভ অফিসার এক টুইট জানিয়েছেন, ২০২৩ সালের ১ মার্চের মধ্যে ১০ হাজার টাকার জরিমানা সংক্রান্ত নিয়ম লাগু হবে। এখানেই শেষ নয়, জনবহুল জায়গায় যদি কোনও পোষ্য কুকুর শৌচ কাজ করে, তাহলে তা পরিষ্কার করতে হবে তার অভিভাবককেই। এই সমস্ত গাইডলাইন রয়েছে নয়ডা প্রশাসনের নতুন নির্দেশিকায়। এছাড়াও নয়ডা প্রশাসনের তরপে রীতু মহেশ্বরী জানিয়েছেন, ব়্যাবিসের ভ্যাকসিনেশনও দেওয়া প্রয়োজন পোষ্য কুকুরকে। আর তা দেওয়া না হলে, জরিমানা দিতে হবে অভিভাবককে।

অ্যান্টি ব়্যাবিস ভ্যাকসিন না দেওয়া হলে জরিমানা দিতে হবে ২০০০ টাকা করে। আর তা এককালীন নয়। প্রতি মাসের নিরিখে ২০০০ টাকা দিতে হবে অভিভাবককে। এছাড়াও প্রশাসন চাইছে, রাস্তাচলতি কুকুরদের আশ্রয়স্যথল বানাতে। এই আশ্রয় স্থলের দায়িত্বে থাকবে রেসিডেন্ট্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও অ্যাপার্টেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই সংগঠনগুলিই সামলাবে এই আশ্রয়স্থলগুলি। প্রসঙ্গত, সদ্য নয়ডায় কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা বেড়ে যেতে দেখা গিয়েছে। যার ফলেই এমন সমস্যা তৈরি হয়েছে। উল্লেখ্য, প্রশাসনিক বোর্ড মিটিংয়ে এলাকার উন্নয়ন বিষয়ক আরও বেশ কিছু বন্দোবস্ত নেওয়া হয়েছে। 

 

 

 

 

 

বন্ধ করুন