বাংলা নিউজ > ঘরে বাইরে > North Korean Leader Kim Jong Un's Daughter: কিম জং উনের মেয়ের নামে কন্যার নাম রাখলেই... ফতোয়া জারি উত্তর কোরিয়ায়

North Korean Leader Kim Jong Un's Daughter: কিম জং উনের মেয়ের নামে কন্যার নাম রাখলেই... ফতোয়া জারি উত্তর কোরিয়ায়

কিম জং উন এবং তাঁর মেয়ে। 

১০ বছর বয়স থেকেই নিজের মেয়েকে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে উপস্থাপন করার আভাস দিয়েছেন কিম জং উন। 

উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের মেয়ের নামে যদি কোনও মেয়ের নাম রাখা যাবে না সেদেশে। শুধু তাই নয়, যাদের আগের থেকেই নাম কিমের মেয়ের নামে, তাদের নাম জোর করে বদল করছে প্রশাসন। মার্কিন সংবাদ চ্যানেল ফক্স নিউজের রিপোর্ট অনুযায়ী, কিমের মেয়ের নাম জু-আয়ে। তাঁর বয়স ৯ বা ১০ বছর হবে। বাবার সাথে বেশ কয়েকটি সামরিক কর্মসূচিতে সম্প্রতি দেখা গিয়েছে তাঁকে। সেই সময় থেকেই জল্পনা শুরু হয় যে উত্তর কোরিয়ার পরবর্তী প্রজন্মের শাসক এবং দেশের আদর্শ হিসেবে নিজের মেয়েকে স্থাপন করতে চাইছেন কিম।

রিপোর্ট অনুযায়ী, একনায়ক শাসনতন্ত্রের অধীনে থাকা দেশটির উত্তর প্রান্তের পিয়ংগান প্রদেশের চোংজুর নিরাপত্তা বিভাগ গত ৮ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জু-আয়ে নামে যে যে মহিলার নাম নিবন্ধিত, তাজের অবিলম্বে নিজেদের নাম পরিবর্তন করতে হবে। প্রসঙ্গত, এর আগেও নেতাদের উত্তরসূরিদের নাম রাখার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা। জারি করা হয়েছিল কিম পরিবারের প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর শাসন আমল থেকেই এই 'প্রথা' চলে এসেছে। সেই সময় থেকেই জোরপূর্বক পরিবর্তন করানো হত নেতাদের সঙ্গে মিলে যাওয়া নাম। বর্তমানে কিম জং উন, স্ত্রী সল-জু'র নামে কেউ নাম রাখতে পা না সেদেশে। এবার সেই তালিকায় জুড়ে গেল উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার মেয়ে জু-আয়ে'র নামও।

সম্প্রতি পরপর দুটি রাষ্ট্রীয় আয়োজনে সপরিবার অংশ নিয়েছেন কিম জং উন। কিমের মেয়ে কিম জু–আয়ে সেই সব অনুষ্ঠানে নজর কেড়েছে সবার। মনে করা হচ্ছে নিজের উত্তরসূরি হিসেবে দেশবাসীর সামনে নিজের মেয়েকে তুলে ধরতেই জু-আয়ে'কে জনসমক্ষে নিয়ে এসেছেন কিম জং উন। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই রাজধানী পিয়ংইয়ংয়ে একটি সামরিক ব্যারাকে এক ডিনারে নিজের মেয়েকে নিয়ে গিয়েছিলেন কিম জং উন। এই ডিনারের পরদিনই পিয়ংইয়ংয়ে একটি সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়েছিল। সেই প্যারেডে ১১টি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছিল সেদেশের সামরিক বাহিনী। এর আগে গত বছরের নভেম্বরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শনেও মেয়ে জু-আয়ে'কে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন কিম জং উন।

মনে করা হয়, কিম জং উনের দ্বিতীয় সন্তান হল জু-আয়ে। আরও দুটি সন্তান রয়েছে কিমের। তবে কানাঘুষো, জু-আয়ে তাঁর সবচেয়ে পছন্দের সন্তান। এদিকে কিম জং উনের বয়স বর্তমানে মাত্র ৩৯ বছর। ২০১১ সালে তিনি যখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল ২০-র ঘরে। এই আবহে খুব ছোট বয়স থেকেই নিজের উত্তরসূরিকেও প্রস্তুত করা শুরু করে দিয়েছেন কিম।

ঘরে বাইরে খবর

Latest News

নগাঁও লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে জানুন ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল মঙ্গলদই লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য IPL 2024: ফের চারশো পার কোহলির, রায়না-ওয়ার্নারকে পিছনে ফেলে গড়ে ফেললেন নজির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ‘হিজড়া’ বললেন কারামন্ত্রী অখিল গিরি করিমগঞ্জ লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য বীরভূমের বিজেপি প্রার্থী কোটিপতি, এক বছরেই তিন গুণ আয় বৃদ্ধি, দাবি হলফনামায় এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.