বাংলা নিউজ > ঘরে বাইরে > সাউথ কোরিয়ার জলসীমায় প্রথমবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে নর্থ কোরিয়া

সাউথ কোরিয়ার জলসীমায় প্রথমবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে নর্থ কোরিয়া

সাউথ কোরিয়ার জলসীমায় প্রথমবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে নর্থ কোরিয়া। ছবি চ্যানেল আই

জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকেন। পিয়ংইয়ংয়ের এইআচরণকে উস্কানিমূলক উল্লেখ করে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট। নর্থ কোরিয়ার এমন আচরণ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সাউথ কোরিয়ার সামরিক বাহিনী।

নর্থ কোরিয়ার ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো নিজেদের জলসীমা অতিক্রম করে সাউথ কোরিয়ার কাছাকাছি পড়েছে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে সাউথ কোরিয়া। বুধবার সকালে নর্থ কোরিয়া বিভিন্ন ধরনের অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে দাবি করেছে সাউথ কোরিয়ার সামরিক বাহিনী।

এর মধ্যে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাউথ কোরিয়ার দক্ষিণের শহর শোকচোর ৬০ কিলোমিটার দূরে পড়ে। এ ঘটনায় উলেন্ডোদ্বীপে বিমান হামলার সতর্কতা সংকেত বেজে উঠে। প্রতিক্রিয়ায় নর্থ কোরিয়ার সমুদ্রসীমা লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়ে সাউথ কোরিয়া। বিষয়টি নিয়ে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক-ইওল জাতীয় নিরাপত্তা বৈঠক ডাকেন।

পিয়ংইয়ংয়ের এইআচরণকে উস্কানিমূলক উল্লেখ করে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট। নর্থ কোরিয়ার এমন আচরণ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সাউথ কোরিয়ার সামরিক বাহিনী। চলতি সপ্তাহে কোরীয় উপদ্বীপের চারপাশে যৌথ সামরিক মহড়া চালানো বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়াকে পিয়ংইয়ং সতর্ক করার এক দিন পরই নর্থ কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ল। কোরীয় যুদ্ধের পর প্রথমবারের মতো নর্থ কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র দু’দেশের সমুদ্রসীমা অতিক্রমের ঘটনা ঘটল।

বন্ধ করুন