বাংলা নিউজ > ঘরে বাইরে > রাস্তা খালি করা দরকার, ৪৩টি কৃষক সংগঠনকে নোটিস সুপ্রিম কোর্টের

রাস্তা খালি করা দরকার, ৪৩টি কৃষক সংগঠনকে নোটিস সুপ্রিম কোর্টের

Amritsar: Farmers protest during their 'Bharat Bandh' against central government's three farm reform laws, on the outskirts of Amritsar, Monday, Sept. 27, 2021. (PTI Photo)(PTI09_27_2021_000193A) (PTI)

কৃষি আইন বাতিল করা সহ নানা দাবিতে আন্দোলনে নেমেছে কৃষক সংগঠনগুলি। সিঙ্ঘু ও তিকরি সীমান্তে চলছে আন্দোলন।

৪৩টি কৃষক সংগঠনকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। হরিয়ানা সরকারের অন্তর্বর্তী আবেদনের পরিপ্রেক্ষিতে এই নোটিস ইস্য়ু করেছে শীর্ষ আদালত। আন্তঃরাজ্য ও জাতীয় সড়ককে অবরোধমুক্ত করার আবেদন জানিয়েছিল সরকার। আগামী ২০ অক্টোবর এর শুনানির দিন ধার্য্য হয়েছে। এদিকে কৃষি আইন বাতিল করা সহ নানা দাবিতে আন্দোলনে নেমেছে কৃষক সংগঠনগুলি। সিঙ্ঘু ও তিকরি সীমান্তে চলছে আন্দোলন। এদিকে আদালত আগেই জানিয়েছিল কৃষকদের আন্দোলনের জন্য রাস্তা অবরুদ্ধ করে রাখা ঠিক নয়। হরিয়ানা ও ইউপি সরকারকে সমণ্বয় রেখে কাজ করা দরকার। এরপরই কৃষক সংগঠনকে এই মামলায় পার্টি করার ব্য়াপারে আবেদন করে সরকার। 

ক্রান্তিকারি কিষান সংগঠন, ভারতীয় কিষান ইউনিয়ন, মহিলা কিষান অধিকার মঞ্চ, কিষান মজদুর কমিটি সহ ৪৩টি সংগঠনের সভাপতিকে নোটিস জারি করা হয়েছে।সাধারণ মানুষের সুবিধার জন্য রাস্তাগুলিকে অবরোধমুক্ত করার আবেদন জানানো হয়েছে। এদিকে রাজ্য স্তরের সরকারি কমিটির তরফে তাদের আলোচনায় আসার জন্যও বলা হয়েছিল। এদিকে নয়ডার বাসিন্দা এক মহিলা মনিকা আগরওয়ালা বলেন, কেন্দ্রীয় ও সংশ্লিষ্ট রাজ্য সরকারর হাতেই সমাধানের রাস্তা রয়েছে। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, এব্যাপারে সরকারের মধ্যে সমণ্বয় রাখা দরকার। যদি প্রতিবাদ আন্দোলন চলতে থাকে অন্তত এটুকু নিশ্চিত করা হোক যাতে আন্তঃরাজ্য ও জাতীয় সড়কগুলি ব্লক না হয়ে যায়। যারা এই রাস্তা ব্যবহার করেন তাদের যেন বড় কোনও সমস্যা না হয় অন্তত সেটা নিশ্চিত করা দরকার। 

 

বন্ধ করুন