বাংলা নিউজ > ঘরে বাইরে > Notice to AAP by Delhi Govt: LG-র নির্দেশে AAP-কে ১৬৪ কোটি ফেরাতে নোটিশ, পালটা প্রশ্ন সিসোদিয়ার

Notice to AAP by Delhi Govt: LG-র নির্দেশে AAP-কে ১৬৪ কোটি ফেরাতে নোটিশ, পালটা প্রশ্ন সিসোদিয়ার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (PTI)

নোটিশ অনুযায়ী, ২০১৭ সালের মার্চ পর্যন্ত সরকারি টাকায় দলের প্রচার করার জন্য ৯৯.৩১ কোটি টাকা খরচ করেছে আম আদমি পার্টি। এই টাকা তো ফেরাতেই হবে, সঙ্গে এর ওপর সুদ বাবদ আরও ৬৪.৩১ কোটি টাকা ফেরাতে বলা হয়েছে নোটিশে।

সরকারি বিজ্ঞাপনের নামে রাজনৈতিক প্রচার চালানোর অভিযোগ উঠেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির বিরুদ্ধে। এই আবহে দিল্লি সরকারেরই তথ্য ও প্রচার অধিদপ্তর নোটিশ পাঠিয়ে ১০ দিনের মধ্যে ১৬৪ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিল আম আদমি পার্টিকে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনার নির্দেশে এই নোটিশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। ২০১৫ সালের সুপ্রিম নির্দেশিকা এবং ২০১৬ সালের সরকারি বিজ্ঞাপন সংক্রান্ত নিয়ন্ত্রণ কমিটির নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে আম আদমি পার্টির বিরুদ্ধে। এদিকে দিল্লির ক্ষমতাসীন দলকে এই নোটিশ জারির জেরে আপ-রাজ্যরাল সংঘাতের তিক্ততা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। (আরও পড়ুন: ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবই কংগ্রেসের অহিংস আন্দোলনের সাফল্যের ভিত: শাহ)

এর আগেও সরকারি টাকায় দলের বিজ্ঞাপন প্রচারের জন্য কোটি কোটি টাকা ফেরানোর নোটিশ দেওয়া হয়েছিল আম আদমি পার্টিকে। সেই নোটিশের একমাসের মধ্যেই ফের নয়া নোটিশ। দিল্লি সরকারের তথ্য বিভাগের সেক্রেটারি অ্যালিস ভাজ জানিয়েছেন, লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশেই তিনি এই নোটিশ জারি করেছেন আম আদমি পার্টির উদ্দেশে। নোটিশ অনুযায়ী, ২০১৭ সালের মার্চ পর্যন্ত সরকারি টাকায় দলের প্রচার করার জন্য ৯৯.৩১ কোটি টাকা খরচ করেছে আম আদমি পার্টি। এই টাকা তো ফেরাতেই হবে, সঙ্গে এর ওপর সুদ বাবদ আরও ৬৪.৩১ কোটি টাকা ফেরাতে বলা হয়েছে নোটিশে।

আরও পড়ুন: 'এটা বায়োলজিকাল...', সমকামীদের প্রতি সমর্থন RSS প্রধান মোহন ভাগবতের

এদিকে টাকা না ফেরালে আম আদমি পার্টির নেতাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। এই নোটিশের পরপরই এক টুইট করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি টুইট বার্তায় লেখেন, 'দিল্লিতে অফিসারদের উপর অসাংবিধানিক নিয়ন্ত্রণের অবৈধ ব্যবহার দেখুন - বিজেপি দিল্লি সরকারের তথ্য বিভাগের সেক্রেটারি অ্যালিস ভাজের (আইএএস) মাধ্যমে একটি নোটিশ পাঠিয়ে বলেছে যে ২০১৭ সাল থেকে দিল্লির বাইরের রাজ্যগুলিতে দেওয়া বিজ্ঞাপনের খরচের টাকা আমাদের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছ থেকে আদায় করা হবে। সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিজ্ঞাপনও তো দিল্লির সংবাদপত্রে প্রকাশিত হয়। তাঁদের মুখ্যমন্ত্রীদের ছবি সহ সরকারি হোর্ডিংগুলি পুরো দিল্লিতে লাগানো হয়। এগুলির খরচ কি বিজেপির মুখ্যমন্ত্রীদের কাছ থেকে আদায় করা হবে? তাই কি দিল্লির অফিসারদের অসাংবিধানিক নিয়ন্ত্রণে রাখতে চাইছে বিজেপি?'

বন্ধ করুন