নভেম্বর মাসে একাধিক গ্রহের অবস্থান পাল্টাতে থাকবে। ফলে বহু গ্রহের অবস্থানের জেরে পাল্টাতে থাকবে মানুষের ভাগ্য। বহু জাতক জাতিকা এই সময়ে সৌভাগ্যের মুখ দেখবেন। ১২ রাশিতেই গ্রহদের এই অবস্থানের প্রভাব পড়বে।
এই মাসে শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে। শনি হবেন মার্গী। সূর্য নিচ রাশি থেকে বের হয়ে বৃশ্চিকে প্রবেশ করবে। বুধ এই সময়ই বৃশ্চিক রাশিতে বক্রী হতে চলেছে। তারপর তার অস্ত হবে। ফলে গ্রহদের অবস্থানের ফলে একাধিক রাজযোগ তৈরি হতে চলেছে। এরমধ্যে রয়েছে নীচভঙ্গ, নবপঞ্চম, ধনলক্ষ্মী রাজযোগ, লক্ষ্মী নারায়ণ রাজযোগ, বুধাদিত্যা রাজযোগ। এছাড়াও চন্দ্রের কোনও না কোনও গ্রহের সঙ্গে যুতি হবে। যার ফলে তৈরি হবে গজকেশরী যোগ, মহালক্ষ্মী যোগ। এর ফলে ৪ রাশিতে বিশেষ প্রভাব পড়তে থাকবে। কোন সেই ৪ রাশি? দেখে নিন।
বৃষ
নভেম্বর মাস বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই আলাদ ধরনের হবে। বিশেষত বৃষ রাশির জাতক জাতিকারা পাবেন লাভ। এই সময়ে নতুন ব্যবসা আরম্ভ করতে পারবেন। ব্যবসা এই সময় ভালো কাটতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। এর সঙ্গেই এই মাস ছাত্রদের জন্য ভালো হবে। উচ্চ শিক্ষার্থে যাঁরা বিদেশে যেতে চাইছেন, তাঁরা যেতে পারবেন। প্রেমের সূত্রে বিবাহে এবার আসবে পরিবারের শিলমোহর।
কন্যা
নভেম্বর মাস খুব লাকি হতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের চাকরি আর ব্যবসায় খুব লাভ হবে। এই সময় আকস্মিক ধনলাভ হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। হঠাৎ করে ধনলাভ হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। বহু দিন ধরে চলা সমস্যা শেষ হতে পারে। জীবন আগের থেকে অনেক বেশি খুশি থাকবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। মরশুম বদলে স্বাস্থ্য সমস্যা হতে পারে।
বৃশ্চিক
খুব ভালো কটবে নভেম্বর মাস। আপনার জীবনে বহু আগে থেকে চলা সমস্যার অবসান হতে পারে। পরিবারে আসতে চলেছে খুশি। গুরুর কৃপায় বহু ধরনের আনন্দ খুশি আপনার ভাগ্যে আসতে থাকবে। সব দিক থেকে পাবেন বিভিন্ন ধরনের আনন্দ উৎসাহ।
ধনু
চাকরির দিক থেকে খুব বড় কোনও লাভ পেতে পারন। এই সময় নানান দিক থেকে বহু ধরনের লাভ পাবেন। কোনও প্রজেক্টের কাজে বিদেশ যাওয়ার সুযোগ পাবেন। খরচা খানিকটা বাড়বে, তবে লাভও হবে ব্যাপক।