বাংলা নিউজ > ঘরে বাইরে > লাগবে না ফ্রিজ, সাধারণভাবেই থাকবে ইনসুলিন, সাফল্যের অংশীদার ২ বাঙালি বিজ্ঞানীও

লাগবে না ফ্রিজ, সাধারণভাবেই থাকবে ইনসুলিন, সাফল্যের অংশীদার ২ বাঙালি বিজ্ঞানীও

প্রতীকী ছবি : ইনস্টাগ্রাম (Instagram)

ইনসুলিন ফ্রিজে রাখতে হয়। যথেষ্ট ঝামেলার ব্যাপার। বেড়াতে গেলে কী হবে? এই সমস্যার সুরাহা পেলেন একদল গবেষক। তাঁদের মধ্যে রয়েছেন কলকাতার দুই বাঙালিও। চার বছরের প্রচেষ্টার পর থার্মোস্টেবল ইনসুলিন তৈরি করলেন তাঁরা।

গুরুতর ডায়াবেটিক রোগীরা যেখানেই যান, ইনসুলিন বহন করেন। কিন্তু বেড়াতে গিয়ে হোটেলে তো সবসময় আর ফ্রিজ থাকে না। অনেকের বাড়িতে আবার ফ্রিজ নেই। কিন্তু এই ইনসুলিনে থাকছে না সেই চিন্তা। যতক্ষণ ইচ্ছা সাধারণ তাপমাত্রাতেই রাখা যাবে এই ইনসুলিন।

গবেষণার নেতৃত্বে ছিলেন বোস ইনস্টিটিউট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিকাল বায়োলজি (IICB)-র এবং হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিকাল টেকনোলজি (IICT)-র দুই বাঙালি বিজ্ঞানী। একজন বোস ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর শুভ্রাংশু চট্টোপাধ্যায়। অপরজন পার্থ চক্রবর্তী, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিকাল বায়োলজির প্রিন্সিপাল সায়েন্টিস্ট।

ইনসুলিন সাধারণত চার ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়। নব আবিষ্কৃত ইনসুলিনটির নাম দেওয়া হয়েছে ইনসুলক জেসিবি। ৬৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে এটি।

ইনসুলিন একটি হরমোন। এটি দেহে অগ্ন্যাশয় দ্বারা উত্পাদিত হয়। এর সাহায্যে কোষ গ্লুকোজ ব্যবহার করে। যখন শরীর ইনসুলিন উৎপাদন বা ব্যবহার বন্ধ করে দেয়, তখন রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। চিকিত্সকরা এই অতিরিক্ত শর্করা নিয়ন্ত্রণের জন্য বাহ্যিকভাবে ইনসুলিন ইনজেকশনের পরামর্শ দেন। গুরুতর ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিরা সিরিঞ্জ, কার্তুজ সিস্টেম অথবা প্রিফিলড পেন-এর মাধ্যমে নিজেরাই ইঞ্জেকশন নিয়ে নেন।

ঘরে বাইরে খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.