UPI For NPS and APY: এতদিন গ্রাহকরা IMPS/NEFT/RTGS ব্যবহার করে সরাসরি NetBanking অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের বিনিয়োগের টাকা জমা করতে পারতেন। কিন্তু এখন UPI-এর মাধ্যমে পুরো ব্যাপারটা আরও সহজ করা হয়েছে।
1/5পেনশন তহবিল নিয়ন্ত্রক PFRDA-এর দুটি পেনশন স্কিমের বিষয়ে সুখবর। ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) এবং অটল পেনশন যোজনায় (APY) যুক্ত ব্যক্তিরা, এবার থেকে UPI-এর মাধ্যমে তাঁদের টাকা জমা করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (MINT_PRINT)
2/5এতদিন গ্রাহকরা IMPS/NEFT/RTGS ব্যবহার করে সরাসরি NetBanking অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের বিনিয়োগের টাকা জমা করতে পারতেন। কিন্তু এখন UPI-এর মাধ্যমে পুরো ব্যাপারটা আরও সহজ করা হয়েছে। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
3/5এছাড়াও, সকাল সাড়ে ৯টার আগে টাকা জমা করলে সেটা একই দিনে করা বিনিয়োগ হিসাবে ধরা হবে। সেই সময়ের পরে আবার যদি কোনও টাকা জমা করা হয়, সেটা পরের দিনের বিনিয়োগ হিসাবে ধার্য করা হবে। প্রতীকী ছবি: রয়টার্স (MINT_PRINT)
4/5NPS প্রকল্পটি দেশের কর্মীদের জন্য একটি অবসরকালীন স্কিম। ২০০৪ সাল থেকে এটি কার্যকর হয়। স্কিমটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আবশ্যিক (সশস্ত্র বাহিনী বাদে)। এটি শুধুমাত্র সেই সমস্ত কর্মীদের জন্য প্রযোজ্য যাঁরা ১ জানুয়ারি ২০০৪ থেকে চাকরিতে যোগদান করেছেন। ২০০৯ সালের মে মাসে, এটি বেসরকারি এবং অসংগঠিত ক্ষেত্রে সম্প্রসারিত হয়। প্রতীকী ছবি: রয়টার্স (MINT_PRINT)
5/5অটল পেনশন যোজনা বা APY অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য। এই স্কিমের গ্রাহকরা তাঁদের কন্ট্রিবিউশনের উপর নির্ভর করে ৬০ বছর বয়সে পৌঁছানোর পরে, গ্যারান্টি-সহ ১,০০০-৫,০০০ টাকা ন্যূনতম মাসিক পেনশন পাবেন। এই দু'টি প্রকল্পের সঙ্গেই কোটি কোটি মানুষ যুক্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (MINT_PRINT)