সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করে দল থেকে সাসপেন্ড হয়েছেন নূপুর। তবে নূপুরের সেই বক্তব্যের প্রেক্ষিতে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আগুন জ্বলেনেছে, হিংসার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে শীর্ষ আদালত নূপুর শর্মাকে বলে, ‘দেশে যা যা ঘটছে তার জন্য একক ভাবে দায়ী’ তিনি। পাশাপাশি সুপ্রিম কোর্ট বলে, টিভিতে এসে সারা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত নূপুর শর্মার।
উল্লেখ্য, নূপুর শর্মার বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই সব অভিযোগ একত্রিত করে দিল্লিতে স্থানান্তরিত করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন নূপুর শর্মা। তিনি আবেদন জানিয়ে দাবি করেন, তাঁর প্রাণ সংশয় রয়েছে। তবে নূপুরের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বিজেপির প্রাক্তন মুখপাত্র নুপুর শর্মাকে তিরস্কার করে বলে, নূপুরের ‘বেলাগাম মুখের কারণে দেশে আগুন লেগেছে। উদয়পুরের মতো দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দায়ী’ তিনি। আর্জি খারিজ প্রসঙ্গে শীর্ষ আদালত বলে, ‘এই পিটিশনে তাঁর ঔদ্ধত্য ঠিকরে বেরোচ্ছে, যেন দেশের ম্যাজিস্ট্রেটরা তাঁর কাছে খুবই ছোটো।’
শীর্ষ আদালতের তরফে কড়া ভাষায় এদিন বলা হয়, ‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন তা-ও দেখেছি। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’ নূপুরের প্রাণ সংশয় ইস্যুতে সুপ্রিম কোর্ট বলে, ‘তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন? তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার পিছনে দায়ী একা এই মহিলা।’