বাংলা নিউজ > ঘরে বাইরে > সোনামের বাড়ি থেকে নগদ-গয়না চুরির পর বাবা-মায়ের চিকিৎসা করায় নার্স, শোধ করে ঋণ

সোনামের বাড়ি থেকে নগদ-গয়না চুরির পর বাবা-মায়ের চিকিৎসা করায় নার্স, শোধ করে ঋণ

সোনম-আনন্দের বাড়িতে চুরির কিনারা করেছে দিল্লি পুলিশ।

সোনম কাপুর, আনন্দ আহুজার বাড়িতে চুরির কিনারা করেছে দিল্লি পুলিশ।

গত ফেব্রুয়ারি মাসে সোনম কাপুর এবং আনন্দ আহুজার দিল্লির বাড়ি থেকে বিপুল টাকার সম্পত্তি চুরি হয় বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ গ্রেফতার করে অপর্ণা রুথ উইলসন নামক এক নার্সকে। পুলিশ জানায়, ৩০ বছর বয়সি অপর্ণা এবং তার স্বামী নরেশ কুমার সাগর এই চুরির সঙ্গে যুক্ত ছিল। তারা ২.৪৫ কোটি টাকা মূল্যের গয়না ও নগদ চুরি করে ধাপে ধাপে। গত ১১ মাস ধরে গয়না চুরি করে তা দেব বর্মা নামক এক স্বর্ণকারকে বিক্রি করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, লুটের টাকা দিয়ে অভিযুক্তরা তাদের বাবা মায়ের চিকিৎসার খরচ জোগান। পাশাপাশি তাদের মাথার উপর থাকা কিছু ঋণও শোধ করেন এই টাকা দিয়ে। তাছাড়া একটি সেকেন্ড হ্যান্ড আই-১০ গাড়ি কেনে অভিযুক্তরা। ঘটনায় অপর্ণা, তার স্বামী এবং স্বর্ণকার দেবকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। হীরে এবং গয়না বাবদ ১.২৫ কোটির সম্পত্তিও উদ্ধার হয়েছে এরই মধ্যে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে, ১০০টি হীরে, ছয়টি সোনার চেন, ছয়টি হীরে খচিত চুড়ি, একটি হীরের ব্রেসলেট, একটি পিতলের মুদ্রা এবং একটি হুন্ডাই আই-১০ গাড়ি।

উল্লেখ্য, আনন্দ আহুজার পরিবারের তিন সদস্য, তাঁর বাবা-মা এবং ঠাকুমা বাস করতেন দিল্লি ওই বাড়িতে। ফেব্রুয়ারি মাসে তাদের নজরে আসে যে ওই বাড়ি থেকে বেশ কিছু গয়না চুরি গিয়েছে। আনন্দ আহুজার ঠাকুমা এই অভিযোগ করলে তার প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপরই অপর্ণাকে গ্রেফতার করে পুলিশ। আনন্দের মা প্রিয়া আহুজার দেখাশোনার দায়িত্বে ছিল অপর্ণা। ধৃত নার্স ওই বাড়িতেই আহুজা পরিবারের সঙ্গে থাকতেন।

বন্ধ করুন